‘চাঁন বিরিয়ানি’র মালিক মোশাররফ করিম

জনপ্রিয় চাঁন বিরিয়ানির মালিক তারা মিয়া (মোশাররফ করিম)। তার দোকানের ঠিক বিপরীতে বাদশা মিয়া চালু করেছে নিউ চাঁন বিরিয়ানি। দুই দোকানের মধ্যে প্রতিযোগিতা চলে সারাক্ষণ।
এদিকে বাদশার বোন হোসনে আরা (প্রভা) পছন্দ করে তারা মিয়াকে। নানা কৌশলে তারা মিয়ার সাথে দেখা করে সে। তারা মিয়াও তাকে মনে মনে পছন্দ করে। দু’জনের মায়ের মধ্যে নিয়মিত আয়োজন করে ঝগড়া চলে।
তারা মিয়ার পেছনে মাস্তান লাগিয়ে রাখে বাদশা মিয়া। কীভাবে তাকে ঘায়েল করা যায় সেই চেষ্টা করে। পুরান ঢাকার লালবাগের একটি মহল্লার দুই পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘চাঁন বিরিয়ানি’ নাটকটির গল্প।
নাটকটির তারা মিয়ার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন প্রভা, আরফান, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু, শিল্পী সরকার অপুসহ আরো অনেকে।
প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘চাঁন বিরিয়ানি’।
এমআরএম