‘ধুম ৪’-এর ভিলেন দীপিকা!

যশরাজ ফিল্মস চলতি বছরে বড় বাজেটের সিনেমার পরিকল্পনা করেছে। এরমধ্যে আলোচনায় এসেছে ‘ধুম ৪’-এর কথা। এই প্রযোজনা প্রতিষ্ঠানে অন্যতম জনপ্রিয় সিরিজ ‘ধুম’। জন আব্রাহাম থেকে শুরু হয় এই সিরিজ। পরবর্তীতে দেখা গেছে হৃত্বিক ও আমির খানকে।
এই সিনেমার পরবর্তী সিকুয়েলে আসছে নতুন চমক। কেন্দ্রিয় চরিত্রের এবার দেখা যাবে কোনো অভিনেত্রীকে। এমনটাই সিদ্ধান্ত নেয় যশরাজ ফিল্মস। এখন পর্যন্ত নাম আসে দীপিকা পাড়ুকোনের।
তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফিশিয়াল কোনো ঘোষণা আসেনি। ভারতীয় গণামাধ্যম ফিল্মফেয়ারে প্রকাশ হওয়া এক সংবাদে এমনটাই জানা যায়। দীপিকা চলতি সময়ে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘পাঠান’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।
২০০৪ সালে মুক্তি পায় ‘ধুম’। প্রথম কিস্তিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন জন আব্রাহাম। প্রথম সিনেমার ব্যপক সফলতার পর নির্মিত হয় ‘ধুম ২’। এটি মুক্তি পায় ২০০৬ সালে। যেখানে অভিনয় করেন হৃত্বিক রওশন।
দ্বিতীয় কিস্তির পর সাত বছর বিরতি যায় ‘ধুম ৩’ মুক্তির। আমির খানের সুপারস্টার ইমেজ বিগত সব রেকর্ড ভেঙ্গে দেয়। বক্স অফিসে সিনেমাটির আয় প্রায় ৫ বিলিয়ন রুপি।
অবশেষে সিদ্ধান্ত নেয়া হলো ‘ধুম ৪’-এর। এখন অপেক্ষা যশরাজ ফিল্মস তাদের নতুন সিদ্ধান্তে কতটা সফল হবে। এছাড়া নারী ভিলেন হিসিবে দীপিকা তার অভিনয়ের মুন্সিয়ানা কতটুকু দেখাতে পারবেন।
এমআরএম