অমিতাভকে নিয়ে কটাক্ষের গুঞ্জন : যা বললেন মুকেশ খান্না

বলিউড অভিনেতা মুকেশ খান্না। নব্বইয়ের দশকে ছোটপর্দায় ঝড় তুলেছিল তার ‘শক্তিমান’ ধারাবাহিকটি। ‘শক্তিমান’-এ নামভূমিকায় অভিনয় করে যতটা জনপ্রিয় হয়েছিলেন বর্তমানে ঠিক ততটাই বিতর্কিত এ অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সুযোগ পেলেই এ অভিনেতা বিভিন্ন বলি-তারকার চরিত্র, ব্যবহারে কোথায় গাফিলতি আছে তা উল্লেখ করে তাদের কটাক্ষ করতেন।
এবার তিনি কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে কটাক্ষ করেছেন বলে গুঞ্জন উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভকে নিয়ে কটাক্ষের গুঞ্জন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন।
আরও পড়ুন
মুকেশের দাবি, অমিতাভ তার একটি বিজ্ঞাপনের শুটিং দেখে তার সম্পর্কে এমন একটি মন্তব্য করেছিলেন যা বেশ অপমানজনক।
মুকেশের কথায়, ‘এক সুগন্ধী সংস্থার একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম। দেখানো হয়েছিল, আমি সেই সুগন্ধী ব্যবহারা করলে সুন্দরীরা আকর্ষণ হয়ে আমার আশেপাশে চলে আসছে। এবং তা দেখে নাকি অমিতাভ মন্তব্য করেছিলেন, ‘বাবা এ দেখি আমার নকল করে।’ অবশ্য সেকথা আমার বিশ্বাস হয়নি। তবে হ্যা, সেই কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল।’
তিনি বলেন, অমিতাভের সেই মন্তব্য আশেপাশে থেকে শুরু করে সংবাদমাধ্যমে ছড়িয়ে গিয়েছিল। এক সাংবাদিক আমাকে জিজ্ঞেসও করেছিলেন অমিতাভের সেই একটি মন্তব্য আমার ক্যারিয়ারের সর্বনাশ করে দিয়েছিল কি না। জবাবে ‘না’ বলেছিলাম।
এমআইকে