‘সানী সস্তা ফেইম দিয়ে সেলিব্রেটি হতে চায়নি’

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুতে শোকাহত দেশের শোবিজ অঙ্গন। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে না ফেরার দেশে চলে যান এই উঠতি তারকা। সোমবার সকালে সানির মৃত্যুর খবর ছড়িয়ে গেলে যেন শোক নেমে আসে অভিনেতার ভক্তমহলে।
সানীর এই ক্যারিয়ারের শুরুটা হয়েছে পরিচালক ও নির্মাতা ইমরাউল রাফাতের হাত ধরে। তার ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন সদ্য প্রয়াত এই অভিনেতা।
বলা বাহুল্য, কাছের কাউকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নির্মাতা ইমরাউল রাফাত। সামাজিক মাধ্যমেও সানীকে নিয়ে দিয়েছেন একের পর এক ফেসবুক পোস্ট।
আরও পড়ুন
এক পোস্টে ইমরাউল রাফাত লিখেছেন, ‘শাহবাজ সানীকে স্ট্রাগলার (লড়াকু) অভিনেতা হিসেবে অভিহিত করে কেউ কিছু লিখবেন না। অভিনেতা হিসেবে সে তার জাত অনেক আগেই প্রমাণ করেছে। সে এসেছেও রাজার মতো, বিদায়ও নিয়েছে রাজার মতো। সে সবার ভালোবাসা নিয়ে গেছে।’
ইমরাউল রাফাত আরও লেখেন, ‘একজন চরিত্র অভিনেতা হিসেবে তার কোনো আফসোস ছিলনা। সে অভিনয়টা ধারণ করত,প্যাশন হিসেবে নিত। কারো দয়ায়, চাটুকারিতা করে সে অভিনেতা হয়নি, সস্তা ফেইম দিয়ে সেলিব্রেটি হতে চায়নি। একজন অভিনেতা কোনোদিন মরে না, বেঁচে থাকে সবার মাঝে।’
উল্লেখ্য, চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে সানীকে। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’।
ডিএ