নতুন রূপে হ্যারি পটার, প্রকাশ্যে ফার্স্টলুক

‘হ্যারি পটার’ প্রেমিদের জন্য এলো নতুন সুসংবাদ। এক কিশোর জাদুকরকে নিয়ে অ্যাডভেঞ্চারাস সেই কাহিনীগুলো এবার দেখা যাবে নতুন মোড়কে, অর্থাৎ ‘হ্যারি পটার’ আসছে টিভি সিরিজ হয়ে। এবার তারই ফার্স্টলুক এলো প্রকাশ্যে।
১৪ বছর আগে শেষ বড় পর্দায় দেখা যায় ‘হ্যারি পটার’। এরপর বহু প্রতীক্ষিত এই সিরিজটি নির্মাণ শুরু হয় যুক্তরাজ্যে। যে স্টুডিওতে আগের সিনেমাগুলো তৈরি হয়েছিল, সেখানেই চলছে নতুন সিরিজের কাজ।
তবে দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কে হবেন নতুন হ্যারি, হারমায়োনি আর রন? অসংখ্য অডিশন থেকে বেছে নেওয়া হয়েছে তিন তরুণ প্রতিভাকে। হ্যারি পটার চরিত্রে আসছেন ডমিনিক ম্যাকলাফলিন, হারমায়োনি গ্রেঞ্জার হবেন আরাবেলা স্ট্যানটন এবং রন উইজলি চরিত্রে দেখা যাবে অ্যালাস্টার স্টাউটকে। ইতোমধ্যেই ম্যাকলাফলিনের হ্যারি পটার লুক প্রকাশ করা হয়েছে, যেখানে সে চিরচেনা গোল চশমা আর স্কুলের পোশাকে হাসিমুখে ধরা দিয়েছেন।

আরও পড়ুন
শুধু তিন মূল চরিত্র নয়, ডাম্বলডোর, স্নেপ, ম্যাকগোনাগল বা হ্যাগ্রিডের মতো প্রিয় চরিত্রগুলোতেও থাকছেন জনপ্রিয় অভিনেতারা। যেমন, ডাম্বলডোর এর চরিত্রে জন লিথগো, সেভেরাস স্নেপ এর চরিত্রে পাপা এসেডু, মিনার্ভা ম্যাকগোনাগল এর চরিত্রে জ্যানেট ম্যাকটিয়ার, রুবেউস হ্যাগ্রিড এর চরিত্রে নিক ফ্রস্ট, এবং মলি উইজলি এর চরিত্রে ক্যাথরিন পার্কিনসন অভিনয় করছেন।
শোনা যাচ্ছে, এই নতুন হ্যারি পটার সিরিজটি ২০২৭ সালে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে দেখা যাবে। হগওয়ার্টসের জাদু আবারও দর্শকদের যে মুগ্ধ করতে আসছে, এখন শুধু অপেক্ষার পালা।
ডিএ