৮৩ ডলারে দেখা যাবে বিটিএসের কনসার্ট

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৩ জুন ২০২১, ০৪:৩৭ পিএম


৮৩ ডলারে দেখা যাবে বিটিএসের কনসার্ট

২০১৩ সালের ১৩ জুন যাত্রা শুরু করে ‘বিটিএস’। ক্যারিয়ারে ৮ বছর পেরিয়ে আজ বিশ্বের তুমুল জনপ্রিয় ব্যান্ড এটি। বিশেষ দিনটি বেশ জাঁকজমকভাবে উদযাপন করতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। তাই জন্মদিন উপলেক্ষে শুরু হয়েছে তাদের দুই দিনব্যাপী অনলাইন লাইভ স্ট্রিমিং কনসার্ট। 

হিন্দুস্তান টাইমস জানায়, কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের লাইভ স্ট্রিমিং কনসার্টে উপস্থিত রয়েছেন ব্যান্ডে সব সদস্য। ১৩ জুন শুরু হওয়া এই আয়োজন চলব ১৪ জুন পর্যন্ত। সম্প্রতি ব্যান্ডটির প্রকাশ হওয়া দুটি ইংরেজি গানও এখানে গাওয়া হবে।

Dhaka Post

গত ২১ মে বিটিএসের দ্বিতীয় ইংরেজি গান ‘বাটার’ ইউটিউবে প্রকাশ হয়। গিনেসবুক অব ওয়ার্ল্ডে এটি সর্বোচ্চ দর্শক সংখ্যা লাভ করেছে। অবশ্য এর আগে তাদের প্রথম ইংরেজি গান ‘ডিনামাইট’ দর্শক সংখ্যার বিচারে ওয়ার্ল্ড রেকর্ড করে। 

এছাড়াও চলতি বছরের শুরুর দিকে বিটিএস নতুন একটি অ্যালবামের ঘোষণা দিয়েছিল। সম্প্রতি তারা বলেছে, আগামী ১৬ জুন তারা ২৩টি জাপানি গান নিয়ে একটি সেটি প্রকাশ করবে। এর আগেও ২০২০ সালে ‘ম্যাপ অব দ্য সোল: ৭’ টাইটেলে জাপানি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। 

বিটিএসের কনসার্টের টিকিট পাওয়া যাবে উইভার্স শপে। এর মূল্য একদিনের জন্য রাখা হয়েছে ৪৬ এবং দুই দিনের জন্য ৮৩ ডলার। 

এইচএকে/এমআরএম

Link copied