বিটিএস - December 14, 2024
দক্ষিণ কোরিয়া'র একটি কে-পপ সঙ্গীতের ব্যান্ড বিটিএস। বিটিএস ২০১০ সালে সিওল-এ গঠিত হয়। তারা মূলত হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানগুলো বিভিন্ন সঙ্গীতের ধরনে তাদের যোগ্যতার প্রকাশ ঘটায়। তাদের গানগুলোয় সাহিত্য, মনোস্তাত্বিক বিষয় এবং সম্পুর্ণ নতুন এক বিষয়কে প্রকাশ করে। তারা তাদের স্টুডিও অ্যালবামগুলোর প্রচার করতে ওয়ার্ল্ড ট্যুর করেছে।
তারা বিগ হিট এন্টারটেইনমেন্ট এর কর্তৃক সংগঠিত হয় ২০১০ সালে এবং তাদের প্রথম সিঙ্গেল অ্যালবাম ২ ক্যুল ৪ স্কুল (২০১৩) প্রকাশ করে। তারাই প্রথম কোরিয়ান ব্যান্ড যারা বিলবোর্ড ২০০-এ প্রথম স্থানে অবস্থান করে তাদের স্টুডিও অ্যালবাম লাভ ইওরসেল্ফ: টিয়ার (২০১৮) এর মুক্তির পর। বিটিএস এর সদস্যরা বর্তমানে পৃৃথিবী মাতাচ্ছে তাদের নতুন গান।