নিজের কোম্পানি বিক্রি করলেন খাবি লেম

নিঃশব্দতাকে পুঁজি করেই বিশ্বজয় করেছেন টিকটক সেনসেশন খাবি লেম। তবে এবার কোনো মজার ভিডিও নয়, বরং এক বিশাল ব্যবসায়িক চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন এই ২৬ বছর বয়সী তরুণ। নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান 'স্টেপ ডিস্টিংটিভ লিমিটেড' ৯০০ মিলিয়ন মার্কিন ডলারে মার্কিন প্রতিষ্ঠান 'রিচ স্পার্কল হোল্ডিংস'-এর কাছে বিক্রি করেছেন তিনি।
বিজনেস ইনসাইডার আফ্রিকার প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির ফলে আগামী ৩৬ মাস খাবি লেমের বিশ্বব্যাপী সমস্ত বাণিজ্যিক কার্যক্রমের একচেটিয়া অধিকার থাকবে রিচ স্পার্কল হোল্ডিংসের হাতে। তবে কোম্পানি বিক্রি করলেও খাবি লেম নিজে এই ব্যবসায়িক ইকোসিস্টেম থেকে সরে যাচ্ছেন না।
বরং নতুন এই হোল্ডিং কোম্পানির বড় অংশের শেয়ার এখন তার হাতে, যা তাকে পর্দার পেছনের একজন শক্তিশালী নীতিনির্ধারক হিসেবে প্রতিষ্ঠিত করল। এই চুক্তির সবচেয়ে চমকপ্রদ দিক হলো খাবি লেমের একটি 'এআই টুইন' বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিজিটাল সংস্করণ তৈরি করা।
এই এআই খাবি চব্বিশ ঘণ্টা সচল থাকবে এবং বিভিন্ন ভাষায় ভক্তদের সঙ্গে যোগাযোগ ও লাইভ স্ট্রিমিং করতে পারবে। এর ফলে শারীরিক উপস্থিতি ছাড়াই খাবি লেম তার প্রভাব বিশ্বজুড়ে আরও ছড়িয়ে দিতে পারবেন।
জটিল সব কাজের সহজ সমাধান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া খাবি লেমকে অনেকেই চার্লি চ্যাপলিন বা বাস্টার কিটনের সঙ্গে তুলনা করেন। কোনো কথা না বলেই নিছক শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি জয় করেছেন ৩৬ কোটি অনুসারীর মন।
সেই জনপ্রিয়তাকেই এবার ইন্ডাস্ট্রিয়াল স্কেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রিচ স্পার্কল। তাদের লক্ষ্য, খাবি লেমের ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে বছরে ৪ বিলিয়ন ডলারের বেশি পণ্য ও সেবা বিক্রি করা।
সৌন্দর্য বর্ধনকারী পণ্য, সুগন্ধি এবং পোশাক খাতের মতো বড় বড় সেক্টরে প্রিমিয়াম ব্র্যান্ড কোলাবরেশনের মাধ্যমে এই ব্যবসা আরও সম্প্রসারিত হবে। উল্লেখ্য, এর আগে ‘০০খাবি’ নামের একটি অ্যাকশন কমেডি সিনেমার মাধ্যমে হলিউডেও নিজের নাম লিখিয়েছেন এই তারকা।
এমআইকে