জন আব্রাহামের ছবি ঘিরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

বলিউড অভিনেতা জন আব্রাহাম বলতেই নেটিজেনদের চোখের সামনে ভেসে ওঠে সুঠাম দেহ আর গ্ল্যামারাস লুক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার কিছু ছবি দেখে রীতিমতো বড়সড় ধাক্কা খেয়েছেন অনুরাগীরা। জিসম বা ধুম ছবির সেই ‘মাসল ম্যান’কে চেনা দায়! ভাঙা গাল, কাঁচাপাকা চুল আর অনেকটা ওজন ঝরানো এক অন্য জন ধরা দিয়েছেন ক্যামেরায়।
ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, জনের পরনে সাধারণ কালো টি-শার্ট ও প্যান্ট। কিন্তু চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। চোখের নিচে বলিরেখা আর ভেঙে যাওয়া চোয়াল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তার শারীরিক অবস্থা নিয়ে। প্রিয় অভিনেতার এমন রুগ্ণ দশা দেখে ভক্তদের মনে উদ্বেগের শেষ নেই।

সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন প্রশ্ন করেছেন, ‘আপনার এ কী হাল হলো? অসুস্থ নাকি?’ কেউ কেউ আবার বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘ছবিগুলো আসল তো? নাকি এআই দিয়ে তৈরি?’
তবে একদল অনুরাগী দাঁড়িয়েছেন প্রিয় তারকার পাশে। তাদের মতে, ৫৪ বছর বয়সে এমন শারীরিক পরিবর্তন আসাটা অস্বাভাবিক নয়। একজনের মন্তব্য, ‘তিনি এখন পঞ্চাশোর্ধ্ব, বয়সের সঙ্গে চেহারা বদলাবে এটাই স্বাভাবিক। দয়া করে নেতিবাচক মন্তব্য করবেন না।’
অনেকের ধারণা, জন আব্রাহামের কঠোর খাদ্যাভ্যাসই হয়তো তার এই পরিবর্তনের কারণ। অভিনেতা দীর্ঘ সময় ধরে নিরামিষাশী। আবার কেউ কেউ মনে করছেন, পর্দার নতুন কোনো চরিত্রের প্রয়োজনে নিজেকে এভাবে ভেঙেছেন জন। কৃত্রিমতার ধার না ধেরে জন যেভাবে স্বাভাবিক বার্ধক্যকে ক্যামেরার সামনে তুলে ধরেছেন, তার প্রশংসাও করছেন অনেকে।
এমআইকে