‘অপয়া’ সখিনার গল্পে এগোবে এই নাটক

আগের মতো নিয়মিত নয়, এখন বেছে বেছে নাটক নির্মাণ করছেন আবুল হায়াত। তবে ঈদ আয়োজনের ধারাবাহিকতায় এবারও তার পরিচালিত নাটক থাকছে। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত এই নাটকের নাম ‘সখিনা’। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং।
চিত্রনাট্য রচনা শেষে নাটকের নাম চরিত্রের অভিনেত্রীর সন্ধান করছিলেন কয়েক মাস ধরেই। অবশেষে খুঁজে পেয়েছেন সখিনাকে। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেছে নেন উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌকে; সখিনার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা।
গ্রামে ‘অপয়া’ হিসেবে পরিচিত এক নারীর জীবনের বেদনাময় গল্প নিয়েই এগিয়েছে নাটকের কাহিনি, যা একপর্যায়ে পৌঁছে যায় চরম নাটকীয়তায়।
আবুল হায়াত জানান, সখিনা চরিত্রে মৌসুমী মৌকে তিনি ভেবেচিন্তেই নির্বাচন করেছেন এবং তার অভিনয়ে সন্তুষ্ট।
অন্যদিকে মৌসুমী মৌ বলেন, নারীর জীবনসংগ্রামের সঙ্গে মিল থাকায় চরিত্রটি গভীরভাবে অনুভব করে অভিনয় করতে পেরেছেন। শ্রদ্ধেয় আবুল হায়াতের নির্দেশনায় কাজ করাকে নিজের সৌভাগ্য হিসেবেও উল্লেখ করেন তিনি
ডিএ