নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে চান তোরসা

চট্টগ্রামের মেয়ে রাফা নানজিবা তোরসা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয় করেন। এরপর থেকে নিজেকে ব্যস্ত রেখেছেন নানা কাজে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই ছাত্রী আগামী বছরের শুরুতে নতুন সিনেমায় কাজ করবেন। ভারতের তামিল ও আফ্রিকার একটি দেশের সিনেমায়ও তার কাজ করার কথা চলছে। বর্তমান ও ভবিষ্যতের নানা বিষয় নিয়ে তোরসা কথা বলেছেন ঢাকা পোস্টের সঙ্গে।
বর্তমান ব্যস্ততা নিয়ে এ তরুণী বলেন, অক্টোবর মাসে একটি বেসরকারি টেলিভিশনে ধারাবাহিক নাটক দেখানো হবে। পরিবার কেন্দ্রিক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। আমার সঙ্গে নাটকটিতে আছেন খায়রুল বাশার ও তাসনুভা তিশা। এছাড়া আরও কিছু নাটক ও সিনেমায় কাজের ব্যাপারে কথা চলছে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তোরসা বলেন, ‘পড়াশোনা, কাজকর্ম নিয়েই এখন আছি। আমি সবসময় বিশ্বাস করি, একজন ব্যক্তি যদি একসঙ্গে সুন্দর করে সবকিছু চালিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে তা করার অধিকার তার আছে। পড়াশোনা শেষ করে আমার মাল্টিপল ডিগ্রি নেওয়ার ইচ্ছে আছে। নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে চাই আমি। সেটা মিডিয়ায় কাজ করে হোক বা পড়াশোনা বা অন্য যেকোনো ভাবে।’
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রসঙ্গে তোরসা বলেন, ‘প্রিয়াঙ্কা চোপড়ার কাজকর্ম আমার সবসময় ভালো লাগত। ওই জায়গা থেকে উনাকে নিয়ে কিউরিসিটি ছিল। তখন দেখি তিনি একজন মিস ওয়ার্ল্ড। পরে মিস ওয়ার্ল্ডের বিভিন্ন তথ্য দেখলাম। মিস ওয়ার্ল্ডে শুধু লুকটা ম্যাটার করে না। এখানে আপনার বুদ্ধিমত্তা, ফিটনেস, সোশ্যাল ওয়ার্ক কাজ করে। এসব দেখেই আমার মিস ওয়ার্ল্ড হওয়ার ইচ্ছে হয়। এরপর থেকে আমি বাংলাদেশের মিস ওয়ার্ল্ড সম্পর্কে খোঁজ খবর রাখছিলাম। বাসার কাউকে না বলেই রেজিস্ট্রেশন করে ফেলি। রেজিস্ট্রেশন করার এক থেকে দেড় মাস পর মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পক্ষ থেকে এসএমএস আসে অডিশনের ব্যাপারে। পরে মাকে বলি। তারপর তো বিভিন্ন ধাপ পার করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলাম।’
তোরসা চট্টগ্রামের মেয়ে হলেও তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। তার বাবা শেখ মোর্শেদ ছিলেন চট্টগ্রাম কোর্টের আইনজীবী। তিনি ২০০৮ সালে ‘লিটল মিস চিটাগাং’ প্রতিযোগিতায় প্রথম হন। এরপর ২০০৯ সালে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ফোক ডান্সে প্রথম হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া ২০১০ সালের জাতীয় শিশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং ভারত নাট্যমে গোল্ড মেডেল অর্জন করেন। একই বছর এনটিভির ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন এ তরুণী।

ইতোমধ্যে তোরসা ‘হালদা’ সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া আফজাল হোসেনের সঙ্গে বিপিএলের একটা মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।
শোবিজে কাজের বাইরে তোরসার একটি সংস্থা রয়েছে। যেটার নাম ‘দ্য স্মাইল ফাউন্ডেশন’। এখান থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন তিনি। বিশ্বের ১২০টি দেশে এ ফাউন্ডেশনের কাজ চলছে।
এসএসএইচ/কেআই
