বরুণের বিয়েতে নাচবেন আলিয়া

বলিউডে একসঙ্গে পা রেখেছেন বরুণ দেওয়ান ও আলিয়া ভাট। সেই থেকে এক সুতোয় বাঁধা তাদের বন্ধুত্ব। তাইতো প্রিয় বন্ধুর বিয়ের দিনটি বিশেষভাবে মনে রাখতে চান আলিয়া। এজন্য আগে থেকেই সেই প্রস্তুতি নিয়েছেন তিনি।
২৪ জানুয়ারি (রোববার) আলীবাগে সাতপাঁকে বাঁধা পড়বেন বরুণ-নাতাশা। আর এই দিনে সঙ্গীতানুষ্ঠানে নাচতে দেখা যাবে আলিয়াকে। শুধু তাই নয়, অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বও পড়েছে তার ঘারে। সঙ্গে থাকবেন করণ জোহর।
জানা যায়, নাচের পার্টিতে আলিয়া ছাড়া আরও থাকবেন করণ জোহর, অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুর। রাতে বসবে জমকালো এই আসর। সঙ্গীত পরিবেশন দিয়ে আয়োজন শুরু হবে। এরপরই নাচের পর্ব।
করোনার কারণে অনুষ্ঠানের অতিথিদের সংখ্যা কম রাখা হয়েছে। সব মিলিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে ৫০জনকে। যাদের মধ্যে থাকবেন বলিউড তারকারাও। তবে সেই তালিকাটা অনেক ছোট। অনেক নামজাদা তারকার নাম নেই এই আমন্ত্রণের খাতায়।
আলিবাগের ম্যানসন হাউজে ২৩ জানুয়ারি (শনিবার) পৌঁছেছেন বরুণের সব আত্মীয়। আজ এই বিলাসবহুল রিসোর্টে বইছে বিয়ের হাওয়া। সেখানে অতিথিদের জন্য ২৫টি ঘর নেওয়া হয়েছে। নিয়মকানুনও করা হয়েছে কড়াকড়ি। চারপাশে রয়েছে সিসিটিভি। সকল স্টাফদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ।
বিয়ের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধির ওপর নজর দেওয়া হয়েছে। যারা উপস্থিত থাকবেন সবার করোনা রিপোর্ট জমা নেওয়া হচ্ছে। এছাড়াও আমন্ত্রিতদের জন্য স্যানিটাইজিং মেশিন রাখা হয়েছে। কাউন্টারে থাকবে মাস্ক ও স্যানিটাইজার।
এমআরএম