বরুণ-নাতাশার বিয়ের আসরে ২ শর্ত

পাপারাতজিদের হাত থেকে বাঁচতে নানা কৌশলে বিয়ের আয়োজন করেন বলিউড তারকারা। দীপিকা-রণবীর ও আনুশকা-বিরাটের বিয়েতে এমন ঘটনা নিকট উদাহরণ। দেশের বাইরে বিয়ে করেও রেহাই পাননি তারা। এবার দেখা যাক বরুণ দেওয়ান পাপারাতজিদের চোখের আড়াল হতে পারেন কি-না।
বরুণ-নাতাশার বিয়েতে শর্তরাখা হয়েছে রিসোর্টের কোনো কর্মী মোবাইল ব্যবহার করতে পারবেন না। শুধু তাই নয়, অতিথিদেরও সেই বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। আসরের প্রতিটি কোনায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সার্বক্ষণিক নজর রাখার দায়িত্বও দেওয়া হয়েছে একদলকে।
নিরাপত্তার পর্ব এখানেই শেষ নয়। বৈশ্বিক মহামারির কারণে স্বাস্থ্যবিধির ওপরেও শর্তারোপ করা হয়েছে। অতিথিদের নিমন্ত্রণে জানানো হয়েছে বিয়ের আসরে প্রবেশ করতে হবে করোনা টেস্টের রিপোর্ট নিয়ে। ওয়েডিং প্ল্যানারদের কাছে তা জমা দিতে হবে। এছাড়াও আসরজুড়ে থাকছে মাস্ক ও স্যানিটাইজার-এর একাধিক কাউন্টার থাকছে।
মহারাষ্ট্রের আলিবাগে ম্যানসন হাউজে বসেছে বরুণ ও নাতাশার বিয়ের আসর। দুই পরিবারের থাকার জন্য সেখানে তিনটি ভিলা ভাড়া করা হয়েছে। দ্য পাম কোর্ট, দ্য কোভ রুম ও দ্য স্কাই ডেক রুম ভিলায় থাকবেন তারা।
করোনার কারণে বলিউড তারকার অনেককেই আমন্ত্রণ জানানো হয়নি। তবে যারা থাকছেন তাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সালমান খান, করণ জোহর, শিল্পা শেঠি, রেমো ডি'সুজা, আলিয়া ভাট, আর্জুন কাপুর, জাহ্নবি কাপুর, শশাঙ্ক খৈতান, বাসু ভগনানিসহ আরও কয়েকজন।
এমআরএম