ব্যান্ড মিউজিকের উন্মাদনায় চট্টগ্রামের স্টেডিয়াম যেন জনসমুদ্র!

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২১, ১২:৩২ পিএম


ব্যান্ড মিউজিকের উন্মাদনায় চট্টগ্রামের স্টেডিয়াম যেন জনসমুদ্র!

(ছবি: ফেসবুক থেকে সংগৃহীত)

বাংলা ব্যান্ড মিউজিকের তীর্থভূমি বলা যায় চট্টগ্রামকে। এই নগরী থেকেই উঠে এসেছে কালজয়ী বেশ কয়েকটি ব্যান্ড। রেনেসাঁ, সোলস, এলআরবি, নগরবাউলের মতো ব্যান্ডগুলো চাটগাঁকে করেছে গর্বিত। তাই বড় পরিসরে কোনো কনসার্ট যখন বন্দর নগরীতে হবে, সেখানে সীমাহীন উন্মাদনা তৈরি হওয়াটাই স্বাভাবিক।

এমনই চিত্র দেখা গেল শুক্রবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। বিজয় দিবস উপলক্ষে সেখানে আয়োজিত হয়েছে বিশাল কনসার্ট। তাতে অংশ নিয়েছে দেশের কয়েকটি জনপ্রিয় ব্যান্ড। সন্ধ্যা থেকে গভীর রাত অব্দি চলা এ কনসার্টে দেখা গেছে জনসমুদ্র।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা কনসার্টটির আয়োজন করেছিল। এতে পারফর্ম করেছে আর্টসেল, শিরোনামহীন, সোলস, অ্যাভয়েড রাফা, ওয়ারফেজ, অর্থহীন, ভাইকিংস, আর্বোভাইরাস-এর মতো তুমুল জনপ্রিয় ব্যান্ডগুলো। প্রতিটি ব্যান্ডের পরিবেশনায় স্টেডিয়ামজুড়ে তৈরি হয়েছিল উন্মাদনা। হাজার হাজার দর্শক যেমন গলা মিলিয়েছে, তেমনি হেডব্যাং করে, হাত নাড়িয়ে উপভোগ করেছে গিটার-ড্রামসের ঝংকার।

এই কনসার্টে দর্শকের চাপ এতোটাই বেশি ছিল যে, স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত ভেঙে যায়। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে হুড়োহুড়ি করে দর্শকরা প্রবেশ করতে থাকে স্টেডিয়ামে। এক পর্যায়ে তারা গ্যালারির সামনে থাকা নিরাপত্তা প্রাচীর ভেঙে মাঠে প্রবেশ করে স্টেজের সামনে জড়ো হয়। এজন্য দেড় ঘণ্টা বিলম্বে আয়োজনটি শুরু হয়েছিল।

Dhaka Post

কনসার্ট দেখতে যাওয়া দর্শকদের মতে, চরম অব্যবস্থাপনার কারণেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। টিকিট কেটে প্রবেশ করার কথা থাকলেও অনেকে বিনা টিকিটে প্রবেশ করেছেন। বহুদিন পর চট্টগ্রামে এমন বড় পরিসরে কনসার্ট হওয়ায় দর্শকদের সীমাহীন চাপ ছিল।

এদিকে কনসার্টের বিভিন্ন ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। ব্যান্ড মিউজিকপ্রেমীরা এমন উন্মাদনায় উচ্ছ্বসিত। করোনার কারণে কনসার্টের চেনা রূপ হারিয়ে গিয়েছিল। চট্টগ্রামের এই আয়োজনে সেই রূপই যেন ফিরে এল আবার। অবশ্য কেউ কেউ স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনার নিন্দাও প্রকাশ করেছেন।

কেআই

Link copied