আসছে লুৎফর-শুক্লার ‘তোমার সঙ্গে থাকি’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১২ জানুয়ারি ২০২২, ০২:১৪ পিএম


আসছে লুৎফর-শুক্লার ‘তোমার সঙ্গে থাকি’

ঘুড়িখ্যাত গায়ক লুৎফর হাসান ও চ্যানেল আই সেরাকণ্ঠের শাকিলা শুক্লার দ্বৈত কণ্ঠে আসছে নতুন গান ‘তোমার সঙ্গে থাকি’।

‘তোমার কথা পড়ছে মনে গ্রহণলাগা চাঁদে, তোমার কথা নিচ্ছি মেনে তুমুল নির্বিবাদে’ এরকম কথায় সাজানো গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীত আয়োজন করেছেন শাকিলা শুক্লা।

লুৎফর হাসান বলেন, ‘সামনে ফাল্গুন। আগেভাগেই একটা ভালোবাসার গান করে নিলাম। আশা করি সবার ভালো লাগবে।’

লুৎফর হাসান আরও জানান, ‘তোমার সঙ্গে থাকি’ গানটি শিগগিরই প্রকাশ পাবে ইউটিউবে তার নিজস্ব চ্যানেলে।

আরআইজে

Link copied