ইংরেজি গান করায় কটাক্ষের শিকার আরমান মালিক

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৯ জানুয়ারি ২০২২, ১১:৩০ এএম


ইংরেজি গান করায় কটাক্ষের শিকার আরমান মালিক

বলিউডের তুমুল জনপ্রিয় গায়ক আরমান মালিক। তবে গত দুই বছর ধরে তার কণ্ঠে ইংরেজি গানও শোনা গেছে। ২০২০ সালে ‘কন্ট্রোল’ শিরোনামে নিজের প্রথম ইংরেজি গান প্রকাশ করেন আরমান। এরপর ‘হাও মেনি’ ও ‘ইকো’ শিরোনামে আরও দুটি গান গেয়েছেন তিনি। চলতি মাসে মুক্তি পেয়েছে তার নতুন ইংরেজি গান ‘ইউ’।

তবে সেই গানগুলো গেয়ে প্রশংসা তো পাননি উল্টো মানুষের কটাক্ষের শিকার হতে হয়েছে আরমানকে।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আরমান বলেন, ‘গানগুলো ভিডিওতে অসংখ্য এমন কমেন্ট এসেছে যেখানে লেখা ‘ইংরেজিতে গান করিস না। হিন্দিতেই চালিয়ে যা, কারণ তুই শুধু ওটাই ভালো পারিস।’

তবে মানুষের এসব কথায় পাত্তা না দিয়ে নিজের মতো গান করে যাচ্ছেন বলেও জানান এই গায়ক। কারণ নিজেকে আন্তর্জাতিক স্তরের শিল্পী হিসেবে দেখতে চান তিনি। 

আরমান আরও যোগ করেন, ‘জাস্টিন বিবার হওয়ার চেষ্টা করিস না’ কিংবা ‘ইংরেজিতেই গান করিস না’-এমন প্রচুর মন্তব্য শুনেছি, কিন্তু আমি কারো মতোই হওয়ার চেষ্টা করছি না। নতুন কিছু করার চেষ্টা করলে অনেকের ভুল ধারণা জন্মায়। বিপক্ষ না থাকলে মজা কী!’’

আরআইজে

Link copied