বাবার পর মাকেও হারালেন নায়ক জায়েদ খান

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২১, ১০:১০ এএম


বাবার পর মাকেও হারালেন নায়ক জায়েদ খান

মায়ের সঙ্গে জায়েদ খান

ঢাকাই সিনেমার নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের মা শাহিদা হক চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

এক ফেসবুক স্ট্যাটাসে জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘মা আর নেই। আজ সকাল (২৭ ডিসেম্বর) ৪:৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন। আল্লাহ-তায়ালার কি যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন।

বাবা মারা যাওয়ার এক বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ ‘মা’ কে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কিভাবে সহ্য করব। আপনারা আমার ‘মা’র জন্য দোয়া করবেন।

কয়েকদিন আগে জায়েদ খানের মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা আক্রান্ত ছাড়াও কিডনির সমস্যাও ছিল তার। আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে। 

বাদ জোহর ঢাকার মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পিরোজপুর মঠবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে দাফন করা হবে।

এইচকে/আরআইজে

Link copied