চলে গেলেন কৌতুক অভিনেতা জ্যাকি মাসোন

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৬ জুলাই ২০২১, ০৫:৫৪ পিএম


চলে গেলেন কৌতুক অভিনেতা জ্যাকি মাসোন

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা জ্যাকি মাসোন আর নেই। বার্ধক্যজনিত জটিলতায় দুই সপ্তাহ আগে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

জ্যাকি মাসোন ছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান। ১০৮৬ সালে ‘ব্রডওয়ে’র টকশো ‘দ্য ওয়ান-ম্যান শো’ তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

তার উপস্থিত বুদ্ধি এবং রসবোধে মুগ্ধ হতেন দর্শক। তবে একাধিকবার সমালোচিতও হয়েছিলেন তিনি। একবার তিনি বলেছিলেন, ‘আমেরিকার আশি শতাংশ বিবাহিত পুরুষ প্রতারণা করেন, বাকিটা করেন ইউরোপের পুরুষরা।’ তার এই মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল।

‘দ্য সিম্পসন্স’-এর ‘ক্রাস্টি দ্য ক্লাউন’স ফাদার’ চরিত্রে কন্ঠ দেওয়ার জন্য টনি অ্যাওয়ার্ড এবং এ্যামি অ্যাওয়ার্ড জিতেন জ্যাকি মাসোন। আর কোনোদিন দেখা যাবে না তার অভিনয়। সূত্র: বিবিসি

আরআইজে

Link copied