রোগীর সঙ্গে প্রতারণা, ৬ মাস চিকিৎসা দিতে পারবেন না চিকিৎসক

রোগীকে মিথ্যা চিকিৎসাসনদ দেওয়ার মাধ্যমে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় ডা. নীহার রঞ্জন বৈদ্য নামে এক চিকিৎসককে শাস্তির আওতায় এনেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আগামী ৬ মাসের জন্য তার বিএমডিসি রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডা. নীহার রঞ্জন বৈদ্য বরগুনা ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার পদে কর্মরত আছেন। তার বিএমডিসি সনদ নং-১২০৩৬০।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. নীহার রঞ্জন বৈদ্য লক্ষণ বৈদ্য নামে এক রোগীকে গুরুতর জখম না থাকা সত্ত্বেও মিথ্যা ডাক্তারি সনদ দেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের তদন্তে প্রতীয়মান হয় যে তার দেওয়া ডাক্তারি সনদ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ছিল। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ২৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিএমডিসি থেকে দেওয়া তার রেজিস্ট্রেশন (A-45464, Date of Registration :3rd June, 2007) ২৩/০৮/২০২২ ইং তারিখ থেকে ০৬ (ছয়) মাসের জন্য স্থগিত করা হইল।
এতে আরও বলা হয়েছে, আগামী ছয় মাস বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২২ (১) অনুযায়ী তিনি কোথাও কোনোরূপ চিকিৎসা সেবা দিতে পারবেন না। এমনকি ওই সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না।
শাস্তি প্রসঙ্গে বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, তার রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিচার প্রক্রিয়া শেষ করতে আমাদের অনেক দিন সময় লেগেছে। সাম্প্রতিক সময়ে এ সিদ্ধান্ত হয়। দ্রুততম সময়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটেও প্রকাশিত হবে।
টিআই/এসএম