ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় এনডিএফের প্রতিবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে। এতে তিন চিকিৎসক আহত হয়েছেন।
এদিকে নিজ কর্মস্থলে এমন নিগ্রহের প্রতিবাদে কঠোর প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
শনিবার (৩১ আগস্ট) এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের ওপর যে হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে, এনডিএফ তার তীব্র নিন্দা জানায়। সংগঠনটি এই ধরনের বর্বরোচিত আক্রমণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং চিকিৎসক সমাজের জন্য হুমকিস্বরূপ হিসেবে অভিহিত করে।
এনডিএফ আরও জানায়, চিকিৎসকরা রোগীদের জীবন বাঁচাতে দিনরাত কাজ করেন। এ ধরনের আক্রমণ তাদের মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করতে পারে। এজন্য, তারা দোষীদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে বলা হয়েছে, ঢামেক হাসপাতালসহ দেশের সকল হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে, যাতে তারা কোনো ধরনের শারীরিক বা মানসিক হুমকি ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পারেন। এনডিএফ জানায়, তারা চিকিৎসকদের নিরাপত্তা এবং তাদের অধিকার রক্ষায় কোনো ধরনের আপস করবে না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ডাক্তারদের সকল যৌক্তিক দাবি আদায়ে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সাধারন ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের নিয়ে সংগঠনটি কাজ করে যাবে।
প্রসঙ্গত, শনিবার (৩১ আগস্ট) বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর অবহেলাজনিত মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠে। মারধরে আহত চিকিৎসকরা হলেন, নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবায়ের।
এদিকে এই ঘটনার পর রাতে হাসপাতালে বিক্ষোভ মিছিল করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
টিআই/এসকেডি