হাড্ডাহাড্ডি লড়াইয়ে ড্যাবের আজিজ-শাকুর ও হারুন-শাকিল প্যানেল

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (৯ আগস্ট)। রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এবারের নির্বাচনে ড্যাবের ৩ হাজার ১৩৯ জন নিবন্ধিত ভোটার অংশ নিচ্ছেন। ভোট শেষে শীর্ষ পাঁচ পদে নির্বাচিতরা পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করবেন।
জানা গেছে, নির্বাচনের মূল আকর্ষণ পাঁচটি শীর্ষ পদ—সভাপতি, মহাসচিব, সিনিয়র সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব—অর্থাৎ ‘সুপার ফাইভ’। শুরুতে এই পদগুলোতে লড়তে প্রাথমিকভাবে ৯৫ জন প্রার্থী মনোনয়ন ঘোষণা করেছিলেন। তবে যাচাই-বাছাই ও মনোনয়ন প্রত্যাহারের পর চূড়ান্তভাবে দুটি প্রধান প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
দুটি প্যানেল গঠিত হয়েছে মূলত ড্যাবের দুই প্রভাবশালী শীর্ষ নেতার অনুসারীদের উদ্যোগে।
• আজিজ-শাকুর প্যানেল : সভাপতি পদে অধ্যাপক এ কে এম আজিজুল হক (২০০৫–২০১৯ সাল পর্যন্ত ড্যাব সভাপতি), মহাসচিব পদে অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, সিনিয়র সহ-সভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম জন, এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ।

• হারুন-শাকিল প্যানেল : সভাপতি পদে বর্তমান সভাপতি ডা. হারুন আল রশীদ (২০১৯–২০২৫), মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান, এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. মো. খালেকুজ্জামান দিপু।
এ ছাড়া সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ড্যাব আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ডা. ওবায়দুল কবির।
দলটির নেতাকর্মীরা জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে রাজধানী ও বিভাগীয় শহরের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ এবং ক্লিনিকে দুই প্যানেলের প্রার্থীরা সরাসরি প্রচারণা চালান। চিকিৎসকদের লাউঞ্জ, কনফারেন্স রুম থেকে শুরু করে অনলাইন মেডিকেল ফোরামেও চলেছে ভোট প্রার্থনা। প্রার্থীরা তাদের পেশাগত অবদান, রাজনৈতিক ভূমিকা এবং অতীত নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা করেছেন।
আজিজ-শাকুর প্যানেল অতীত অভিজ্ঞতা ও সাংগঠনিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে হারুন-শাকিল প্যানেল নতুন প্রজন্মের নেতৃত্বে আধুনিক সাংগঠনিক ব্যবস্থাপনা, চিকিৎসকদের অধিকার রক্ষা এবং রাজনৈতিক মঞ্চে ড্যাবের দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে।
পদ প্রত্যাশী নেতারা বলছেন, ড্যাব শুধু একটি পেশাজীবী সংগঠনই নয়, বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে দলীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এই নির্বাচনের ফলাফল শুধু চিকিৎসকদের অভ্যন্তরীণ নেতৃত্বে নয়, বিএনপির স্বাস্থ্যনীতি ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণেও প্রভাব ফেলতে পারে।
গত ২৫ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করেন ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার। তফসিল অনুযায়ী, ২৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩১ জুলাই প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা। এখন কেবল ভোটগ্রহণের অপেক্ষা।
টিআই/এসএম