ড্যাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে পূর্ববর্তী কমিটির নেতারা। ফলে নির্বাচনের ৯ দিন পর নতুন কমিটি দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির চেয়ারে বসেছে।
সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর একটি মিলনায়তনে কেন্দ্রীয় ড্যাবের অন্তর্বর্তীকালীন সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি নব নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করে।
এর মধ্য দিয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের নেতৃত্বে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো।
দায়িত্বগ্রহণ শেষে ডা. হারুন আল রশীদ বলেন, ড্যাব সবসময় চিকিৎসকদের অধিকার, পেশাগত মর্যাদা ও জনগণের স্বাস্থ্যসেবার জন্য কাজ করেছে। আমরা নতুন কমিটির পক্ষ থেকে সেই ধারা আরও শক্তিশালী করতে চাই। চিকিৎসকদের মধ্যে ঐক্য গড়ে তুলে ড্যাবকে সামনে এগিয়ে নেওয়া আমাদের প্রধান অঙ্গীকার।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে উপস্থিত চিকিৎসক নেতারা নব কমিটির প্রতি শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব ড্যাবকে আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপ দেবে।
এর আগে গত ৯ আগস্ট রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত ১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে জয়লাভ করেন অধ্যাপক ডা. হারুন আল রশীদ, আর মহাসচিব পদে নির্বাচিত হন ডা. জহিরুল ইসলাম শাকিল। এমনকি নির্বাচনে ‘সুপার ফাইভ’ পদসহ প্রধান পাঁচটি পদেই হারুন-শাকিল প্যানেল বিজয়ী হয়।
ফলাফলে দেখা যায়, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ প্রাপ্ত ২৬১ ভোটের সহায়তায় বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডা. একেএম আজিজুল হক পেয়েছেন ২৩৭ ভোট। এদিকে মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল ৩০০ ভোট নিয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান পেয়েছেন ১৯২ ভোট।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন ডা. আবুল কেনান, তিনি পেয়েছেন ২৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষার পেয়েছেন ২২০ ভোট।
এদিকে কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন ডা. মো. মেহেদী হাসান, ২৫৭ ভোটের ব্যবধানে তিনি ডা. তৌহিদুল ইসলাম জনকে (২৪১ ভোট) পরাজিত করেছেন।
টিআই/এমএন