চিকিৎসককে শুধু দক্ষই নয়, রোগীর প্রতি সহানুভূতিশীল হতে হবে

চিকিৎসা শুধু রোগ সারানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি রোগীর প্রতি সম্মান, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ প্রদর্শনের ক্ষেত্রও —বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, একজন চিকিৎসককে কেবল দক্ষ হলেই হবে না, তার মধ্যে রোগীর প্রতি আন্তরিকতা ও সহমর্মিতা থাকতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক মিলনায়তনে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা চর্চায় মানবিক মূল্যবোধ ও আচরণবিধি শীর্ষক কেন্দ্রীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক শাহিনুল আলম বলেন, বিজ্ঞান, নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে বিএমইউ রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার করেছে। চিকিৎসা শুধু রোগ সারানো নয়, বরং রোগীর পাশে মানবিকভাবে দাঁড়ানোও একজন চিকিৎসকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও যোগ করেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু মেধাবী চিকিৎসক হোক তা নয়, তারা যেন রোগীর প্রতি দায়িত্বশীল, সহমর্মী ও নৈতিকতাবান হয়ে উঠতে পারে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। তারা চিকিৎসা শিক্ষায় নৈতিকতা ও আচরণবিধির গুরুত্ব তুলে ধরে বলেন, রোগীর প্রতি সম্মান ও দায়িত্বশীলতা ছাড়া চিকিৎসক হিসেবে সমাজের আস্থা অর্জন সম্ভব নয়।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন আইসিডিডিআরবির মানসিক ও শিশুস্বাস্থ্য বিভাগের বিজ্ঞানী ডা. আহমেদ এহসানুর রহমান এবং ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম। তারা চিকিৎসা ক্ষেত্রে মানবিকতা, পেশাগত নৈতিকতা এবং রোগীর প্রতি সহানুভূতির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সেমিনার উপকমিটির চেয়ারপারসন অধ্যাপক ডা. আফজালুন নেসা এবং সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মোর্শেদ মামুন।
সেমিনারে চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময়ে অংশ নেন। তারা জানান, এ ধরনের আলোচনার মাধ্যমে চিকিৎসক সমাজে নৈতিকতার চর্চা আরও জোরদার হবে এবং ভবিষ্যৎ চিকিৎসকদের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি বিকশিত হবে।
টিআই/জেডএস