মুগদা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান

মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনেল-১ শাখার উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানকে তার নামের পাশে উল্লেখিত পদে ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি ও পদায়নকৃত এই কর্মকর্তাকে আগামী ১৩ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের আগে বর্তমান কর্মস্থল থেকে যথাযথভাবে ছাড়পত্র গ্রহণ করতে হবে। একইসঙ্গে এইচআরএম ডাটাবেজ থেকে ‘মুভ আউট’ হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। যোগদানের পর তার পিডিএস হালনাগাদ করাও বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া নতুন কর্মস্থলে যোগদানের পর অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানের যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।
টিআই/জেডএস