গণতন্ত্র আসলে ভঙ্গুর: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্যাপিটল ভবনে হামলায় সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগ থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুক্তি এটাই মনে করিয়ে দিচ্ছে যে- গণতন্ত্র আসলে ভঙ্গুর। আর এ কারণে সত্য রক্ষা করতে সকল আমেরিকান নাগরিককে দায়িত্বপালন করতে হবে। সতর্ক হতে হবে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অভাবে সিনেট অভিশংসন করতে ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় শনিবার (১৩ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে একথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। বিবৃতিতে তিনি বলেন, ‘এই দুঃখজনক অধ্যায়টি ভঙ্গুর গণতন্ত্রের কথা মনে করিয়ে দিচ্ছে।’
প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘চূড়ান্ত ভোটে ট্রাম্পকে অভিশংসিত করা না গেলেও, ক্যাপিটলে হামলায় তার (ট্রাম্প) বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো মতবিরোধ নেই। এমনকি সিনেটে সংখ্যালঘু দলের নেতা রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেলসহ অভিশংসনের বিরোধিতাকারী অন্য সিনেটররাও বিশ্বাস করেন যে, ক্যাপটিলে হামলায় নৈতিকভাবে এবং কার্যকরভাবে ট্রাম্প জড়িত।’
বিবৃতিতে জানিুয়ারির ৬ তারিখে ক্যাপিটলে নিহত সাহসী পুলিশ কর্মকর্তা ব্রেইন সিকনিকসহ ট্রাম্প সমর্থকদের হামলায় নিহত অন্যদের স্মরণ করেন তিনি। একইসঙ্গে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের সমর্থক, নির্বাচনী কর্মকর্তা, বিচারক, নির্বাচিত আইনপ্রণেতাসহ যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করতে সাহসী অবদান রাখা সবার প্রশংসাও করেন প্রেসিডেন্ট বাইডেন।
এর আগে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অভিশংসনের হাত থেকে রেহাই পান ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সিনেটে ভোটাভুটিতে ৫৭-৪৩ ভোটে অভিশংসিত হওয়া থেকে উতরে যান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কোনো প্রেসিডেন্টকে অভিশংসিত করতে হলে ১০০ সদস্যের সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। এক্ষেত্রে ট্রাম্পকে অভিশংসিত করতে হলে ৬৭ জন সিনেটরকে পক্ষে ভোট দিতে হতো। কিন্তু অভিশংসনের পক্ষে ভোট দেন ৫৭ জন। আর বিপক্ষে ৪৩ জন। ১০ ভোট কম পাওয়ায় অভিশংসনের হাত থেকে সিনেটে দ্বিতীয়বারের মতো রক্ষা পান ট্রাম্প। তবে সিনেটে ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন ৭ জন রিপাবলিকান সদস্য।
এদিকে সিনেটে খালাস পাওয়ার পর মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিশংসনের হাত থেকে মুক্তি পাওয়ার পরপরই দেওয়া এক বিবৃতিতে সিনেটের এই অভিশংসন শুনানির তীব্র সমালোচনা করেন তিনি। তিনি তার অভিশংসন বিচারকে ‘ইতিহাসের সবচেয়ে বড় ডাইনি খোঁজার মিশন’ বলে অভিহিত করেন।
উল্লেখ্য, জো বাইডেনের ক্ষমতাগ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে সশস্ত্র হামলা ও সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে এক পুলিশ কর্মকর্তাসহ নিহত হয় পাঁচ জন। সমর্থকদের চালানো এই হামলায় ট্রাম্প উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
সূত্র: রয়টার্স
টিএম