তুষারঝড়-শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র,মেক্সিকো

স্থানীয় সময় গত রোববার থেকে শুরু হওয়া তুষারপাত, ঝড়ো হাওয়া ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য এবং মেক্সিকোর উত্তরাঞ্চল।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ব্যাপক এই তুষারঝড়ের কারণে দেশটির ১৫ কোটিরও বেশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস, কেন্টাকি, মিসিসিপি, অ্যালাবামা, ওকলাহোমা ও লুইজিয়ানা রাজ্য পড়েছে এই দুর্যোগের কবলে। সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে টেক্সাস। ঝড় শুরু হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার রাজ্যটির কিছু এলাকায় তাপমাত্রা নেমে আসে মাইনাস ১৮ ডিগ্রিতে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।
তাপমাত্রা ব্যাপকভাবে নেমে যাওয়ার ফলে পাল্লা দিয়ে সেখানে বেড়েছে বিদ্যুতের চাহিদা; আর বাড়তি এই চাহিদা মেটাতে গিয়ে ধস নেমেছে টেক্সাসের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে। বর্তমানে সেখানে হাসপাতাল, পুলিশ স্টেশন ও দমকলবাহিনীর কার্যালয় ছাড়া আর কোথাও বিদ্যুৎ নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে টেক্সাসে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
টেক্সাসের এই বিদ্যুৎ বিপর্যয়ের অন্যতম কারণ হলো সেখানকার উইন্ডমিল বা হাওয়াকলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলো বিকল হয়ে যাওয়া। টেক্সাসের মোট বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ আসে উইন্ডমিল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে। রোববার থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়ায় প্রথমেই ক্ষতিগ্রস্ত হয় উইন্ডমিল টাওয়ারগুলো।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্য এবং মেক্সিকোর উত্তরাঞ্চলেও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এনডব্লিউএস জানিয়েছে, কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে বয়ে আসা আর্কটিক ঝড়ো হাওয়ার প্রভাবে এই বিপর্যয় দেখা দিয়েছে।
রোববার ঝড় শুরু হওয়ার পর এক বিবৃতিতে এনডব্লিউএস বলেছে, ‘দেশের ১৫ কোটিরও বেশি মানুষ এই ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিষয়ক অনেক অতীত রেকর্ড ভেঙ্গে ফেলা এই দুর্যোগ কখন শেষ হবে তা এখনো বলা যাচ্ছে না। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কাউকে বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’
সূত্র: বিবিসি
এসএমডব্লিউ