নাইজারে জঙ্গি হামলায় সাত নির্বাচনকর্মী নিহত

প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব পালনের সময় গাড়িতে মাইন বিস্ফোরণে আফ্রিকার দেশ নাইজারের জাতীয় নির্বাচন কমিশনের সাত জন সদস্য নিহত হয়েছেন। সোমবার এক অনলাইন প্রতিবেদন এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার ওই প্রতিবেদনে জানানো হয়েছে, নাইজারের পশ্চিমে অবস্থিত সংঘাতকবলিত তিল্লাবেরি অঞ্চলে দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় মাইন বিস্ফোরিত হলে নির্বাচন কমিশনের এসব সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয়েছেন আরও তিন জন।
সংঘাতকবলিত আফ্রিকার এই দেশটি প্রায়শই সশস্ত্র গোষ্ঠীগুলোর এমন হামলার শিকার হয়। বিশেষ করে রোববারের নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত আরও বেড়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী মোহামেদ বাজৌম’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রেসিডেন্ট মাহামানে ওউসমানে।
নির্বাচন কমিশনের স্থানীয় শাখার ভাইস প্রেসিডেন্ট হারৌনা মৌনকালিয়ৈ বলেন, গাড়িটি নির্বাচন কমিশনের। দক্ষিণ-পশ্চিমের গ্রামীণ এলাকা দারগোল হয়ে পোলিং স্টেশনে যাওয়ার পথে মাইন বিস্ফোরণের কবলে পড়লে নির্বাচন কমিশনের এসব কর্মী প্রাণ হারান।
তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তারা মূলত পোলিং স্টেশনে নির্বাচনী কর্মকর্তা ও ব্যালট পেপার পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে গাড়িটি বিস্ফোরণের কবলে পড়লে সাত জন প্রাণ হারান। বাকি তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন।’
তিন দেশের সীমান্তবর্তী এলাকা নাইজারের তিল্লাবেরি। দুই দিকে রয়েছে মালি ও বুরকিনা ফাসো। অঞ্চলটি জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায়শই তারা সেখানে এমন হামলা চালায়।
এএস