চীনের প্রাচীর ভেঙে যেভাবে ভারতকে জুড়ছেন শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ছবি)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে ভারতে অবস্থান করছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে দিল্লিতে পৌঁছানোর পর সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের ১৩তম বৈঠক করেছেন।
সেখানে প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যু, পানি-বণ্টন এবং সম্ভাব্য অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন শেখ হাসিনা। স্বাক্ষরিত হয়েছে সাতটি সমঝোতা স্মারক। দিল্লির সূফী সাধক নিজামুদ্দিন আউলিয়ার মাজার ও দরগাহ তিনি আগেই পরিদর্শন করেছেন। আর বৃহস্পতিবার আজমির শরীফে মঈনুদ্দিন চিশতির মাজার পরিদর্শনের মাধ্যমে কার্যত শেষ হাসিনার ভারত সফরের সমাপ্তি হচ্ছে।
কিন্তু এই সকল কূটনৈতিক শব্দচয়ন বিবর্ণ হয়ে যায় যদি কেউ শেখ হাসিনার ভারত সফরের প্রকৃত তাৎপর্য দেখতে না পান। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় উপমহাদেশের সমগ্র উত্তর-পূর্বে (ভারতের) অর্থনৈতিক সংযোগ পুনরুদ্ধারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছেন।
এটিকে এই অঞ্চলের দ্বিতীয় অর্থনৈতিক পুনর্মিলন বলতে হবে— তবে শুধু বাংলার নয়; যা ১১০ বছর আগে লর্ড কার্জন করতে বাধ্য হয়েছিলেন। শেখ হাসিনা আজ যা করছেন তা কেবল এই কারণেই উল্লেখযোগ্য নয় যে, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন দেশ হওয়ার পর থেকে গত ৫০ বছরে বাংলাদেশে কখনও এমনটি করা হয়নি বরং রেললাইন, সড়ক ব্যবহার, অভ্যন্তরীণ নৌপথের মধ্যে সংযোগ ফিরিয়ে আনা এবং যোগাযোগ পুনঃস্থাপনের বিষয়ে তার সিদ্ধান্তও বেশ গুরুত্বপূর্ণ।
১৯৬৫ সালের ভারত-পাকিস্তানের যুদ্ধের পর এগুলো অব্যবহৃত থেকে যায়। শেখ হাসিনা আজ যা করছেন তা হলো ৫৭ বছর আগে দুই প্রতিবেশীর মধ্যে অংকুরিত অনমনীয় চীনা প্রাচীর ভেঙে ফেলা। শেখ হাসিনা অনেক কিছু করছেন।
এমনকি ভারতের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের মধ্যে একেবারে নতুন কানেক্টিভিটি লিংক তৈরির অনুমতিও দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
‘শ্বাসরোধকারী’ চিকেনস নেক
ভারতের উত্তর-পূর্বের আটটি রাজ্য— আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম এবং মিজোরাম, কার্যত পুরো ভারতবর্ষ থেকে ‘আলাদা।’ আরও স্পষ্ট করে বললে ভারতের এই আটটি রাজ্য ‘চিকেনস নেক’ নামক একটি ২২ কিমি সরু স্লাইভারের মাধ্যমে বাকি ভারতের সাথে সংযুক্ত।
বাকি ভারত থেকে উত্তর-পূর্বের এই অঞ্চলে পণ্যসহ যেকোনো জিনিস সরবরাহ খুবই কষ্টসাধ্য এবং এ কারণে ওই অঞ্চলে পৌঁছানো পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যেত; আর তাই ভারতের সকল সরকারই বাংলাদেশকে তার ভূখণ্ডজুড়ে ট্রানজিট এবং বাণিজ্যের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করে এসেছে। তবে সেসব অনুরোধের সবগুলোর ফলই ছিল কেবল ব্যর্থতায় ভরা।
কিন্তু শেখ হাসিনা কিছুদিন আগে এই বিষয়ে কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় মুসলমানদের প্রতি মোদি সরকারের আচরণে দুঃখের পাশাপাশি বাংলাদেশে ‘নির্যাতিত’ হিন্দু সংখ্যালঘুদের খুঁজে বের করে ও তাদের ভারতে ভিসা দেওয়ার মাধ্যমে ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণাকে দিল্লি অবমূল্যায়ন করছে বলে শেখ হাসিনার অসন্তুষ্টি রয়েছে।
এছাড়া ভারতীয় মডেলের আকর্ষণীয় অর্থনৈতিক বিকল্পের প্রস্তাব বাংলাদেশের সামনে দিয়ে রেখেছে চীন। এসব কিছুর পরও ভারতকে বন্ধুত্বের মর্যাদা দিয়ে চলেছেন শেখ হাসিনা।
ভারত সফরে যাওয়ার আগে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়’ নীতিতে পরিচালিত হয়। ভারত ও চীনের মধ্যে বর্তমান বিরোধ ও মতপার্থক্য তিনি বোঝেন, কিন্তু সেই ইস্যুতে নাক গলাতে চান না তিনি। শেখ হাসিনা স্পষ্টতই বোঝেন যে, চীন অত্যন্ত ধনী রাষ্ট্র এবং বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদার হলেও ভারতই (বাংলাদেশের) সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী।
২০২০ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে ত্রিপুরার আগরতলা পর্যন্ত ভারতীয় পণ্য পরিবহনের একটি পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। এরপর ১৯৬৫ সালের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত মিতালি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু করা হয়।
ভারতীয় পণ্যের যাতায়াতকে সহজ করার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের ড্রেজিং শুরু হয়েছে। বাংলাদেশের ঠিক অপর প্রান্তে আগরতলা ও আখাউড়ার মধ্যে রেল সংযোগের যৌথ নির্মাণ কাজ চলছে। একইসঙ্গে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণের কাজও চলছে জোরগতিতে।
আরও গভীর হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক
যা সত্যিকার অর্থেই বিস্ময়কর তা হলো— বাংলাদেশের এক অংশ থেকে অন্য অঞ্চলে জ্বালানি পণ্যের চলাচলে সাম্প্রতিক সহযোগিতা। কারণ শেখ হাসিনা এটি করার নির্দেশ দিয়েছেন। সুতরাং এক পাক্ষিকেরও কম আগে দ্বিপাক্ষিক ট্রানজিট প্রোটোকলের অধীনে ১০টি ভারতীয় জ্বালানি তেলের ট্যাঙ্কারকে মেঘালয় থেকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে এবং সেগুলোকে ফের ত্রিপুরায় প্রবেশ করার অনুমতি দেয় ঢাকা।
গত ২৫ আগস্ট বিকেলে ভারতীয় ট্যাঙ্কারগুলো মেঘালয়ের ডাউকি স্থলবন্দর ছেড়ে সিলেটের তামাবিল বন্দরে পৌঁছায়। এরপর কাস্টমস ও ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল সাড়ে ৪টায় তামাবিল বন্দর ত্যাগ করে।
এরপর সেগুলো মৌলভীবাজারের চাতলাপুর ল্যান্ড কাস্টমস স্টেশনে পৌঁছায় রাত সাড়ে ৯টায়। সেখানে ১০টি ট্যাঙ্কার (বাংলাদেশ ভূখণ্ড) থেকে প্রস্থানের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এবং রাতে সাড়ে ১০টায় মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাশহরে প্রবেশ করার মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে যায়।
এটি খুব নির্বিঘ্ন এবং ঐতিহাসিক একটি পদক্ষেপ। ভারতের ওই ১০টি ট্যাঙ্কারের মধ্যে তিনটিতে ২১ দশমিক ১৯ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বাকি সাতটিতে ৮৩ মেট্রিক টন পেট্রোলিয়াম তেল বহন করা হচ্ছিল।
তেল পণ্যের এই সাম্প্রতিক চলাচল ও পরিবহনের গুরুত্বকে অবমূল্যায়ন করা যাবে না। বিশেষ করে বর্তমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে, যখন ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানির বাজারকে অস্থিতিশীল করে তুলছে, তখন দেশের এক অংশ থেকে অন্য অংশে - (বাংলাদেশের ভেতর দিয়ে) ভারত থেকে ভারতে - প্রয়োজনীয় পণ্য স্থানান্তরের বিষয়টিতে আর্থিক সঞ্চয় অবিশ্বাস্য।
এসব পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে এগিয়ে চলেছেন শেখ হাসিনা। তিনি জানেন এবং ভালোভাবে বোঝেন যে, এই ধরনের কর্মকাণ্ডে উভয়পক্ষের জন্যই সুবিধা রয়েছে — ২০২৩ সালের শেষের দিকে নির্বাচন হলে শেখ হাসিনার ভারতের আস্থার প্রয়োজন হবে এবং একইসঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির অনানুষ্ঠানিক মিত্র জামায়াতে ইসলামীকে আরও কোণঠাসা করার চেষ্টা করবেন।
আগামী বছরের নির্বাচনে শেখ হাসিনা যদি আবারও জয়ী হন, তাহলে তিনি নজিরবিহীনভাবে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন। এছাড়া ভারতের নেতৃত্বের কাছে স্পষ্টভাবেই শেখ হাসিনার গুরুত্ব রয়েছে। বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি ভারতের স্বার্থের প্রতিদান দেন।
আর তাই ভারত-বাংলাদেশ সম্পর্ক উভয়ের জন্যই পারস্পরিক লক্ষ্য অর্জনের সম্পর্ক হয়ে উঠছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট অবলম্বনে...
টিএম
টাইমলাইন
-
১৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৩
অর্থপাচারকারী ‘স্বনামধন্য’ অনেকের তথ্য আছে, প্রকাশ করা হবে
-
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৯
‘আ.লীগ একটানা ক্ষমতায় আছে বলেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে’
-
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫০
একেবারে ‘শূন্য হাতে এসেছি’ বলতে পারবেন না
-
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:১২
যারা কুশিয়ারার পানি বণ্টনের সমালোচনা করছে, তারা কী এনেছে?
-
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৭
বাংলাদেশের বিষয়ে ভারতের সব দল-মত এক : প্রধানমন্ত্রী
-
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৩
তারা তো সবকিছু ভুলে যায়, সমালোচকদের প্রধানমন্ত্রী
-
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৪
ভারতীয় নেতৃত্বে যে সৌহার্দ্য লক্ষ্য করেছি তা অসাধারণ
-
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩২
ভারত থেকে ১০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা সম্ভব হবে
-
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৭
ভারত সফরে দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হয়েছে
-
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু
-
১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০৩
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
-
১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার
-
১১ সেপ্টেম্বর ২০২২, ১১:০৪
প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন বৃহস্পতিবার
-
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭
প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হয়েছে : তথ্যমন্ত্রী
-
০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:১৬
ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
-
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩২
ভারত সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
-
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৪
আজমির শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
-
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৩
চীনের প্রাচীর ভেঙে যেভাবে ভারতকে জুড়ছেন শেখ হাসিনা
-
০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:০১
রাজস্থানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
-
০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬
আজমির শরীফ পরিদর্শন করতে নয়াদিল্লি ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী
-
০৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩০
বঙ্গবন্ধু আমাদের জন্য আইকনিক : জয়শঙ্কর
-
০৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪১
বাংলাদেশকে বিনামূল্যে ট্রানজিট দেবে ভারত
-
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৪
বাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে
-
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪
ভারতীয় কোম্পানিগুলোর জন্য বিশাল বাজার হয়ে উঠবে বাংলাদেশ
-
০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৫০
বাংলাদেশে ভারতের বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
-
০৭ সেপ্টেম্বর ২০২২, ০২:২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী
-
০৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১৭
ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ৭ সমঝোতা স্মারক সই
-
০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৬
‘কুশিয়ারার পানিবণ্টন চুক্তি বাংলাদেশের জন্য বড় অর্জন’
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ২২:২৬
ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭
রামপাল পাওয়ার প্ল্যান্টের ১ম ইউনিট উদ্বোধন করলেন হাসিনা-মোদি
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৫
তিস্তা সমস্যার দ্রুত সমাধান হবে, আশা শেখ হাসিনার
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫০
ফলপ্রসূ আলোচনা হয়েছে, উভয় দেশের মানুষ সুফল পাবে : শেখ হাসিনা
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৭
বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : মোদি
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৪
হায়দ্রাবাদ হাউসে বৈঠকে হাসিনা-মোদি
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:০১
তিস্তার পানি না দিলে ইলিশও দেবো না: শেখ হাসিনা
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫
মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শেখ হাসিনার শ্রদ্ধা
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:১০
ভারত আমাদের বন্ধু, আমরা একে অপরকে সহযোগিতা করছি: শেখ হাসিনা
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৭
ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৬
নয়াদিল্লিতে শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠক আজ
-
০৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৯
ভারত বড় দেশ, তারা অনেক কিছু করতে পারে: শেখ হাসিনা
-
০৫ সেপ্টেম্বর ২০২২, ২২:০৮
রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার দিকে নজর রাখছে ভারত
-
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৫
নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
-
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৩
দিল্লি সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের প্রত্যাশা ব্যবসায়ীদের
-
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০১
বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করবে শেখ হাসিনার ভারত সফর
-
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৫
প্রধানমন্ত্রী ভারত থেকে কিছু নিয়ে আসতে পারেন না : ফখরুল
-
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩০
সফরে কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না সেটা প্রধানমন্ত্রীর বিষয়
-
০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩
দিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা
-
০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮
শেষ মুহূর্তে দিল্লি যাওয়া হলো না পররাষ্ট্রমন্ত্রীর
-
০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:২৫
‘নির্বাচন নিয়ে দিল্লির সঙ্গে আলোচনার প্রয়োজন দেখছি না’
-
০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫১
‘বাংলাদেশ প্রশ্নে ধীরে চলো নীতিতে বিশ্বাসী নয় নয়াদিল্লি’
-
০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৭
অনিষ্পন্ন বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনার প্রত্যাশা মোমেনের
-
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৬
সজীব ওয়াজেদের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
-
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৩
মিয়ানমারের দুটি গোলা বাংলাদেশে : উস্কানি দেখছেন না মোমেন
-
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৪
তৃতীয় দেশের তেল ভারত থেকে আনার পরিকল্পনা নেই
-
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৬
‘শ্রীলঙ্কার মতো সংকটের মুখোমুখি হবে না বাংলাদেশ’
-
০৪ সেপ্টেম্বর ২০২২, ১০:০৮
রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের মুখ্য ভূমিকা চান শেখ হাসিনা