পাঁচ মাসে সর্বোচ্চ সংক্রমণ ভারতে

ভারতে একদিনে নতুন করে ৫৩ হাজার ৪৭৬ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বছরের অক্টোবরের ২৩ তারিখের পর এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেশটিতে। বৃহস্পতিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ভারতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৫৩৪ জনে। ফেব্রুয়ারির পর দেশটিতে সংক্রমণ হার কিছুটা কমে এলেও এখন তা আবার বাড়ছে।
আগেরদিন ৪৭ হাজার ২৬২ জনের নতুন করে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছিল। আর আজ আক্রান্তের যে হিসেব জানানো হয়েছে তা আগের দিনের চেয়ে ১৩ শতাংশ বেশি।
মূলত গত দুই সপ্তাহ ধরেই ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে, দেশটির ১৮টি রাজ্যে দু’বার রূপ বদলে ফেলা করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে।
আজ নতুন আক্রান্তের যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, কর্ণাটক এবং ছত্তিশগড়ে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।
এক বছরের বেশি সময় ধরে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাতে হিমশিম খাওয়া ভারতের দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা আবারও প্রবল চাপের মুখোমুখি হয়েছে। চলতি মাসে দেশটিতে হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারতের ভঙ্গুর স্বাস্থ্য খাত এই চাপের মুখোমুখি হয়। দেশটির কিছু কিছু রাজ্যে ইতোমধ্যে কারফিউ এবং অন্তর্বর্তীকালীন লকডাউনসহ কঠোর স্বাস্থ্য বিধি পুনরায় আরোপ করেছে।
সূত্র : এনডিটিভি।
এনএফ