৪০ মিনিট অপেক্ষা করে পুতিন-এরদোয়ানের বৈঠকে গেলেন শেহবাজ শরীফ

একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুর্কমেনিস্তানে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
আন্তর্জাতিক এ সম্মেলনের ফাঁকে বিশ্বনেতারা একে-অপরের সঙ্গে বৈঠক করছেন। তেমনই রুশ প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। তবে তাদের বৈঠকের আগে রুদ্ধদ্বার বৈঠকে বসেন এরদোয়ান-পুতিন।
কিন্তু তাদের বৈঠকটি নির্ধারিত সময়ের চেয়ে বেশি হয়। ওই সময় পাশের কক্ষে অপেক্ষা করছিলেন পাকিস্তানের শেহবাজ। কিন্তু ৪০ মিনিটের বেশি সময় ধরে অপেক্ষা করতে করতে কিছুটা বিরক্ত হয়ে যান তিনি।
— RT_India (@RT_India_news) December 12, 2025
সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়া জানিয়েছে, দীর্ঘ সময় অপেক্ষার পর শেহবাজ এরদোয়ান ও পুতিনের রুদ্ধদ্বার বৈঠকের কক্ষে প্রবেশ করেন। তাকে ভেতরে যেতে বলা হয়েছিল নাকি নিজে গেছেন সেটি স্পষ্ট করেনি তারা।
— RT_India (@RT_India_news) December 12, 2025
৩০ বছর আগে স্থায়ীভাবে নিরপেক্ষ দেশে পরিণত হয় তুর্কমেনিস্তান। ১৯৯৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এটির স্বীকৃতি দেয়।
নিরপেক্ষ দেশ হয়ে তুর্কমেনিস্তান সামরিক জোটে যোগ না দেওয়া, আত্মরক্ষা ছাড়া অন্য কোনো দেশের দ্বন্দ্বে জড়িত না হওয়া এবং নিজ ভূমিতে অন্য দেশের ঘাঁটি স্থাপন না করার প্রতিশ্রুতি দেয়।
সূত্র: আরটি ইন্ডিয়া
এমটিআই