সরকারি গাড়িতে নারীকে উঠিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা

সরকারি গাড়িতে নারী উঠিয়ে বরখাস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের এক পুলিশ কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট গত ৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা এক কৃষ্ণাঙ্গ নারীকে চুমু দিচ্ছেন। এরপর তাকে নিয়ে নিজ গাড়ির ভেতর ঢুকে পড়েন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ওই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
দূর থেকে গোপনে যিনি ভিডিওটি ধারণ করেছেন তিনি সংবাদমাধ্যম বাল্টিমোর ব্যানারকে জানিয়েছেন, ওই নারী ও পুলিশ কর্মকর্তা গাড়ির ভেতর একসঙ্গে ৪০ মিনিট অবস্থান করেন। এরপর তারা আলাদা আলাদাভাবে সেখান থেকে সরে যান।
— BoreCure (@CureBore) September 5, 2023
অপর সংবাদমাধ্যম এবিসি ৭নিউজ জানিয়েছে, যেখানে এমন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা গেছে, তার উল্টো পাশেই ওক্সন হিল হাই স্কুল অবস্থিত।
এমন অপ্রীতিকর কাণ্ড ঘটানো ওই পুলিশ কর্মকর্তার নাম মার্লেট। তার সঙ্গে ওই কৃষ্ণাঙ্গ নারীর কি ধরনের সম্পর্ক রয়েছে সে বিষয়টি নিশ্চিত নয়। তবে ভিডিও ভাইরাল হওয়ার পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এর আগে ২০১৬ সালে ওই পুলিশ কর্মকর্তা আরেকবার খবরের শিরোনাম হয়েছিলেন। সে বছর নিজের সাবেক বান্ধবীর মেয়েকে মারধর করেছিলেন তিনি। এছাড়া ঘরের ভেতর সহিংসতার অভিযোগে গত মে মাসে তাকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছিল।
সূত্র: নিউইয়র্ক পোস্ট।
এমটিআই