সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামলা শেষে সুড়ঙ্গে ঢুকে পড়ছেন হামাসের যোদ্ধারা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে জনবহুল এলাকা গাজা সিটির ভেতর প্রবেশ করার চেষ্টা করছে ইসরায়েলি সেনারা। গত ২৮ অক্টোবর ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিয়ে প্রবেশের পর গাজা সিটি দখলের লক্ষ্য ঠিক করে তারা।
তবে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা সিটিতে প্রবেশের চেষ্টারত দখলদার ইসরায়েলি সেনারা হামাসের যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ছেন।
হামাসের যোদ্ধারা তাদের গোপন সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা চালাচ্ছেন। হামলা চালিয়ে আবার সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের ভেতর চলে যাচ্ছেন তারা।
গাজার কয়েকজন বাসিন্দার বক্তব্য এবং হামাস ও ইসরায়েলের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য।
আরও পড়ুন
গাজার এক বাসিন্দা রয়টার্সকে পরিচয় গোপন রাখার শর্ত বলেছেন, গাজা সিটিকে কেন্দ্র করে বিরামহীন বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। যেন তাদের স্থল সেনারা সেখানে সহজে ঢুকে পড়তে পারেন। কিন্তু তবুও ইসরায়েলিরা এখনো গাজা সিটির ভেতর ঢুকতে পারেননি। তিনি বলেছেন, ‘রাতেও তারা গাজায় বোমা হামলা বন্ধ করে না। গাজার বাড়িগুলো সবসময় (বোমা হামলায়) কাঁপতে থাকে। কিন্তু সকালে আমরা দেখতে পেলাম ইসরায়েলি বাহিনী এখনো শহরের বাইরে রয়েছে। শহরের বাইরে থাকার অর্থ হলো হামাসের যোদ্ধাদের প্রতিরোধ ধারণার চেয়েও বেশি।’
অবশ্য হামাসের প্রতিরোধ সত্ত্বেও গাজা সিটির কাছাকাছি চলে আসার দাবি জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইতজিক কোহেন। তিনি বলেছেন, ‘আমরা গাজা সিটির প্রবেশদ্বারে আছি।’
সূত্র: রয়টার্স
এমটিআই