ফ্রান্স ভ্রমণে বাংলাদেশিদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

মহামারি করোনার সংক্রমণ রোধে দশ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের তালিকায় বাংলাদেশসহ আর সাত দেশের নাম যুক্ত করেছে ফ্রান্স। দেশটির সরকারি একটি সূত্রের বরাতে শুক্রবারের এক প্রতিবেদনে এ খবর জানিয়ে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি।
সরকারি ওই সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে এসব দেশের ওপর এই বিধিনিষেধ কার্যকর হবে। বাংলাদেশ ছাড়াও নতুন এই ফ্রান্সের ভ্রমণ বিধিনিষেধ তালিকায় নাম উঠেছে তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় গত মাসে ফ্রান্সের এ ভ্রমণ বিধিনিষেধ তালিকায় প্রথম নাম উঠেছিল ভারতের। এর কয়েক দিন পর ব্রাজিলে প্রথম শনাক্ত হওয়ার করোনার অতিসংক্রামক ধরনের কারণে দেশটির ওপরও এই বিধিনিষেধ জারি করে ফ্রান্স।
ইতোমধ্যে আর্জেন্টিনা, চিলি ও দক্ষিণ আফ্রিকার ওপর একই বিধিনিষেধ জারি করেছে ফ্রান্স। বিধিনিষেধের কারণে এসব দেশ থেকে যাওয়া ভ্রমণকারীদের ফ্রান্সে পৌঁছানোর সময় থেকে ৩৬ ঘণ্টা আগের মধ্যে পিসিআর করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্টও দিতে হবে।
উল্লেখ্য, রেকর্ড করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত ও মৃত্যুর কারণে ভারতের প্রতিবেশী দেশগুলোর ওপর অনেক দেশই ভ্রমণ নিষেধাজ্ঞা কিংবা ভ্রমণ করতে হলে বাধ্যতামূলক কিছু বিধিনিষেধ জারি করেছে। প্রতিনিয়ত এই তালিকাটা দীর্ঘ হচ্ছে।
এএস