ইরানের ছোড়া ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া অন্তত ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বুধবার সকালের দিকে দুই দফায় ইরানি এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
এর আগে, সকালের দিকে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করেছে। পরবর্তীতে ইসরায়েলের আকাশে ঢুকে পড়া আরও সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, আজ সকালে প্রথম দফায় ইরান থেকে ছোড়া তিনটি ও পরবর্তীতে আরও সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এই ড্রোন হামলার কারণে অধিকৃত গোলান মালভূমিতে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।
সূত্র: আল জাজিরা।
এসএস