দেশের সবাইকে নগদ অর্থ দেওয়ার ঘোষণা মালয়েশিয়া সরকারের

জিনিসপত্রের দাম বেশি, এ নিয়ে মানুষ ক্ষুব্ধ হওয়ায় দেশের সব প্রাপ্ত বয়স্ককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এছাড়া জ্বালানির দামও কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বুধবার (২৩ জুলাই) তার এ ঘোষণা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।
আগামী শনিবার রাজধানী কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারা এবং প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হওয়ায় তার পদত্যাগের দাবি উঠেছে।
আনোয়ার ইব্রাহিম প্রশাসনের সরকারের আয় এবং দেশের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। তারা শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দিয়েছে, যারা বিদ্যুৎ বেশি ব্যবহার করেন তাদের ওপর কড় বাড়িয়েছে এবং বিক্রয় ও সেবা ট্যাক্স বৃদ্ধি করেছে।
প্রধানমন্ত্রী আনোয়ার জানিয়েছেন, বিত্তশালী এবং বড় ব্যবসায়ীদের কাছ থেকে আরও কর আদায়ের লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সমালোচকরা বলছেন, সরকারের আয় বৃদ্ধির চেষ্টার প্রভাব মূলত সাধারণ মানুষের ওপর পড়বে।
দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ১৮ বছরের ওপরের সবাইকে ১০০ রিঙ্গিত সহায়তা দেওয়া হবে। যা আগামী ৩১ আগস্ট থেকে বিতরণ শুরু হবে।
দেশটির সরকার ২০২৫ সালে সব মিলিয়ে এ বছর ১৫ বিলিয়ন রিঙ্গিত অর্থ সহায়তায় ব্যয় করবে।
এদিকে শনিবারের বিক্ষোভে কুয়ালামপুরে ১০ থেকে ১৫ হাজার মানুষ অংশ নিতে পারেন বলে জানিয়েছে পুলিশ। এ বিক্ষোভের আয়োজন করছে দেশটির বিরোধী দলগুলো।
সূত্র: রয়টার্স
এমটিআই