গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত অন্তত ১০

গ্রিসের ক্রিট দ্বীপে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পারিবারিক প্রতিহিংসা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, ইরাক্লিও থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভোরিজিয়া গ্রামে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। নিহতদের একজন ৫০ বছর বয়সী নারী।
এএনএ বলছে, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে ওই এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরক হামলার ঘটনাও ঘটে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের উদ্ধারে সশস্ত্র পুলিশ অভিযান পরিচালনা করেছে। পরে পুলিশের সহায়তায় সেখানে অ্যাম্বুলেন্স প্রবেশ করে।
ক্রিট দ্বীপের বাসিন্দাদের অনেকের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এবং পারিবারিক প্রতিশোধমূলক সহিংসতা প্রায়ই ঘটে থাকে। গত রোববারও দ্বীপের পশ্চিমাঞ্চলে এক যুবক (২৩) গুলি চালিয়ে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করেছে।
এসএএ/এমএসএ