দিল্লিতে বিস্ফোরণের পর জম্মু-কাশ্মিরের ২ শতাধিক এলাকায় পুলিশি অভিযান

১০ নভেম্বর সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের পর আজ বুধাবর ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের কুলগাম জেলার দুই শতাধিক এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে তথ্য না দিলেও বিপুল পরিমাণে ভারতে নিষিদ্ধ রাজনৈতিক দল জামাত-ই ইসলামি’র প্রকাশনা, প্রচারপত্র ও নথি উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কিল্লা’র একটি মেট্রোরেল স্টেশনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন অন্তত ১২ জন এবং আহত হন প্রায় ৩০ জন। বিস্ফোরিত বোমাটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বোমা ছিল।
পুলিশ ইতোমধ্যে হামলাকারীর নাম উদ্ধার করেছে। ডাঃ মোহাম্মদ ওমর নামের এক চিকিৎসক বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির চালকের আসনে ছিলেন। তবে তিনি সন্ত্রাসী নন। তার গাড়িতে বোমাটি ফিট করা হয়েছিল। বিস্ফোরণে ডাঃ ওমর ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এদিকে দিল্লিতে বিস্ফোরণের কয়েক দিন আগে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরের দু’টি বাড়ি থেকে ৩৫০ কেজিরও বেশি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বিস্ফোরক আইইডি বোমায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হওয়ার উপযোগী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ফরিদাবাদের যে দু’টি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, সেগুলোর ভাড়াটিয়া মুজাম্মিল শাকিল নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছি পুলিশ। জম্মু-কাশ্মিরের বাসিন্দা শাকিল ফরিদাবাদের আল ফালাহ হাসপাতালের চিকিৎসক ছিলেন।
শাকিলকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জম্মু-কাশ্মিরে ফের সক্রিয় হয়ে উঠেছে রাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী জামাত-ই-ইসলামি (জেইআই)। পাকিস্তানে আত্মগোপনে থাকা জম্মু-কাশ্মিরের কয়েকজন ব্যক্তি এই গোষ্ঠীটি পরিচালনা করেন। সন্ত্রাসী তৎপরতার কারণে কয়েক বছর আগে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এখন পর্যন্ত উদ্ধারকৃত বিভিন্ন তথ্য-প্রমাণ থেকে পুলিশ ধারণা করছে, ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার এবং দিল্লিতে বিস্ফোরণের সঙ্গে নিষিদ্ধ জেইআইয়ের সংশ্লিষ্টতা আছে। এই ধারণার ভিত্তিতেই কুলগামের ২ শতাধিক এলাকায় বুধবার অভিযান চালিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে জম্মু-কাশ্মিরের পুলিশ বলেছে, “অভিযানে বিপুল পরিমাণে প্রকাশনা বা প্রিন্টেড কন্টেন্ট এবং জেইআই এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র উদ্ধার ও জব্দ করা হয়েছে। বেশ কয়েক জনকে আটকও করা হয়েছে। জব্দ নথিপত্র যাচাই এবং আটকদের জিজ্ঞাসাবাদ কার্যক্রম শুরু হয়েছে।”
সূত্র : এনডিটিভি
এসএমডব্লিউ