যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান

ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে আছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এএফপিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
ইসরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারটি। সেখানে পেজেশকিয়ান বলেছেন, “আমরা নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াই— এমনটা যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপ চায় না। বর্তমানে আমরা তাদের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি।”
সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ইরাক যুদ্ধের স্মৃতি টানেন পেজেশকিয়ান। গত শতাব্দির আশির দশকে প্রতিবেশী ইরাকের সঙ্গে ৮ বছর যুদ্ধ হয়েছে ইরানের। এএফপিকে পেজেশকিয়ান বলেন, “যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইউরোপের সঙ্গে আমাদের বর্তমান যে সম্পর্ক চলছে, তা এমনকি ইরাক যুদ্ধের চেয়েও খারাপ। ইরাকের সঙ্গে যুদ্ধের সময় বিষয়গুলো অনেক পরিষ্কার ছিল। তারা আমদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ত, আমরাও ছুড়তাম।”
“কিন্তু এখানে তারা সবকিছু আমাদের দূরে সরিয়ে দিচ্ছে এবং নিরাপত্তা, জীবনযাপন, রাজনৈতিক, সাংস্কৃতিক সব জায়গায় সমস্যা সৃষ্টি করছে।”
“তবে এখানে গুরুত্বপূর্ণ হলো, তাদের আগেকার আঘাতগুলোর সময়ে যেসব দুর্বলতা আমাদের ছিল, সেসব আর নেই। আমরা এখন আগের চেয়ে সেনাসংখ্যা ও সমরাস্ত্র— দু’দিক থেকেই শক্তিশালী। তাই এবার তারা হামলা করলে আমাদের জবাব আরও নিপুন হবে।”
নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে গত বছর জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল ইরান। সেই সংঘাতে ইরানের পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং নিহত হয়েছিলেন দেশটির সেনাপ্রাধান মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী।
যে সময় এই হামলা চালিয়েছিল দেশটি, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপ চলছিল ইরানের। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা হলেও পরমাণু ইস্যুতে আর সংলাপ এগোয়নি। বিষয়টি এখনও অমিমাংসিত থেকে গেছে।
সূত্র : এএফপি
এসএমডব্লিউ