ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে নেতানিয়াহুর বিমান গেল গ্রিসে

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের ব্যবহৃত রাষ্ট্রীয় বিমান ‘উইং অব জায়ন’ ইসরায়েল ছেড়ে গ্রিসের ক্রেটেতে গিয়েছিল। বুধবার (১৪ জানুয়ারি) বিমানটি ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটি থেকে উড়াল দেয়।
তবে পরবর্তীতে গ্রিস ছেড়ে এটি আবার ইসরায়েলের দিকে আসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম গ্রিকসিটি টাইমস।
এরআগে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ ও দুইবারের হামলা পাল্টা হামলার সময় বিমানটিকে সরিয়ে নিয়েছিল ইসরায়েল। এটি সাধারণত নেভাতিম বিমানঘাঁটিতে থাকে। যুদ্ধের সময় এ ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।
বিমানটি যখন গ্রিসের দিকে যাচ্ছিল তখন সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা পাল্টা হামলার কারণে এটি ইসরায়েল ছাড়ছে। কারণ এর আগে তিনবার এটি সরিয়ে নেওয়া হয়েছিল।
তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত প্রশিক্ষণ ও সংস্কারের জন্য বিমানটি গ্রিসে যায়। আজকের বিষয়টিও এ সংশ্লিষ্ট ছিল।
এদিকে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমন নিয়ে ইরানে হামলার হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিনে তার হুমকির সুর আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর হামলা করে তাহলে তারাও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে।
এমন পরিস্থতিতে কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
সূত্র: গ্রিকসিটি টাইমস
এমটিআই