দেশ চালাবে ‘কাউন্সিল’, সাবেক সেনাদের পাশে চায় তালেবান

আফগানিস্তান এখন তালেবানদের দখলে। যেকোনো সময় হতে পারে সরকার গঠন। ইতিমধ্যেই এর কার্যক্রম শুরু হয়ে গেছে। বুধবার (১৮ আগস্ট) সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই-র সঙ্গে দেখা করেছেন তালেবান কম্যান্ডার আনাস হাক্কানি।
সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সরকার চালাতে গঠিত হবে একটি কাউন্সিল। যার মাথায় থাকবে তালেবানদের সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুন্দজাদা।
এদিকে সাবেক বিমান ও সেনা বাহিনীর সদস্যদের সঙ্গেও দেখা করবেন তালিবান নেতারা। তারা যেন তালেবানের সেই কাউন্সিল সরকারের অধীনে কাজ করেন, সেই আর্জি জানান হবে। যদিও যে লক্ষ্যে কাজ শুরু করেছে তালেবানরা, সেটা কতটা সফল হবে, তা নিয়ে সংশয়ে রয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
হাইবাতুল্লাহ আখুন্দজাদা কাউন্সিলের প্রধান হলে, তার সহকারী সম্ভবত প্রেসিডেন্টের ভূমিকা পালন করবে। বর্তমানে তালিবানদের সুপ্রিম লিডারের তিন জন ডেপুটি বা সহকারী রয়েছেন। তারা হলেন- মৌলবি ইয়াকুব, সিরাজুদ্দিন হাক্কানি এবং আব্দুল গনি বারাদর।
এমএইচএস