কাবুল থেকে মানুষকে সরাতে বাণিজ্যিক বিমানে সায় যুক্তরাষ্ট্রের

মার্কিন নাগরিকসহ আতঙ্কিত আফগানদের আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে আনতে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, দেশ ছাড়তে ইচ্ছুক মানুষদেরকে পরিবহনের কাজে ১৮টি এয়ারক্রাফট ব্যবহার করা হবে।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই আতঙ্কে দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে ভিড় করছেন হাজার হাজার মানুষ।
রোববার দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত সপ্তাহে প্রায় ২৮ হাজার মানুষকে নিরাপদে আফগান ভূখণ্ড থেকে বের করে এনেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দুর্ভোগ ও হৃদয়বিদারক কোনো দৃশ্য ছাড়া এতো বিশাল সংখ্যক মানুষকে কাবুল থেকে বের করে আনা সম্ভব নয়। আমাদেরকে আরও বহু দূর যেতে হবে এবং সামনে আরও অনেক ভুলই হতে পারে।’
সামরিক জোট ন্যাটোর একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও হুড়োহুড়িতে এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া বিমানবন্দরের বাইরে এখনও হাজার হাজার আফগান অপেক্ষা করছেন।
বিবিসি বলছে, অন্যান্য দিনের তুলনায় রোববার কাবুল বিমানবন্দরের দৃশ্য ছিল তুলনামূলক শান্ত।
মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, যেসব আমেরিকান ও আফগান কাবুল ত্যাগ করার পর নিরাপদ আশ্রয়স্থলগুলোতে ছিলেন, তাদের সরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের বেসামরিক ৬টি এয়ারলাইন্সের ১৮টি যাত্রীবাহী জেট ব্যবহারের ব্যবস্থা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
যুক্তরাষ্ট্রের গত ৩০ বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য তৃতীয়বারের মতো বেসামরিক বিমান ব্যবহারের ব্যবস্থা করা হলো বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, কর্মকর্তারা কাবুল ‘বিমানবন্দরে অবিশ্বাস্যভাবে অস্থিতিশীল পরিস্থিতির’ মুখোমুখি হচ্ছেন। ‘ফক্স নিউজ সানডে’ শো’কে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, শেষ দফায় উদ্ধার করা মার্কিন ও আফগানদের ৬০টি বিমানে করে সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে অনেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাচ্ছেন।
রোববার হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় কাবুল থেকে ৭ হাজার ৪০০ জনকে সরিয়ে এনেছে। অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেনের তথ্য অনুযায়ী, গত ৩৬ ঘণ্টায় এই সংখ্যা ১১ হাজার।
আর গত জুলাই মাস থেকে কাবুল থেকে সরিয়ে আনা মানুষের সংখ্যা প্রায় ৩৩ হাজার। আফগান রাজধানী থেকে বের হওয়ার জন্য আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে বলেও জানানো হয়েছে।
টিএম