এবার আফগান লোকসঙ্গীত শিল্পীকে হত্যা

কৌতুকশিল্পী নাজার মোহাম্মদের পর এবার এক জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ফাওয়াদ আন্দারাবিকে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। স্থানীয় সংবাদমাধ্যম আসভাকাকে সাবেক আফগান স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দারাবি এমনটাই বলেছেন।
আন্দারাব উপত্যকার খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী ছিলেন ফাওয়াদ। স্থানীয় সূত্রের খবর, কৃষ্ণাবাদ গ্রামের বাসিন্দা ফাওয়াদকে শনিবার বাড়ি থেকে টেনে বার করে নিয়ে যান তালেবার জঙ্গিরা। পরে তাকে মৃত অবস্থায় খুঁজে পায় স্থানীয় মানুষজন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ দাবি করেছেন, আফগানিস্তানজুড়ে শিল্পীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে তালেবান। খুন করা হচ্ছে তাদের। বিশেষ করে দেশটির আন্দারাব অঞ্চলে তালেবানের হামলার মুখে পড়তে হচ্ছে শিল্পীদের।
একের পর এক প্রদেশ দখলে নিয়ে কাবুল ঢোকার পর সঙ্গীত নিষিদ্ধ করে তালেবান। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, ‘ইসলামে সঙ্গীত কঠোর ভাবে নিষিদ্ধ। সঙ্গীত থেকে তাই দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আফগানদের।’
জুলাইয়ে কৌতুকশিল্পী নাজার মোহাম্মদকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তালেবানের বিরুদ্ধে। যদিও তারা সেই খুনের ঘটনা অস্বীকার করেছে। এবার জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীকে হত্যার অভিযোগ উঠলো তালেবানের বিরুদ্ধে।
— Avaka - News Agency (@AsvakaNews) August 28, 2021
এএস