লাতিন আমেরিকার শীর্ষ ধনী কার্লোস স্লিম করোনায় আক্রান্ত

লাতিন আমেরিকার শীর্ষ ধনকুবের কার্লোস স্লিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ছেলে এক টুইট বার্তায় বলেছেন, ৮০ বছর বয়সী মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী শীর্ষ ধনীর শরীরে করোনাভাইরাসের মৃদু উপসর্গ দেখা দিয়েছে। করোনায় আক্রান্ত হলেও বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে।
একদিন আগে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর (৬৭) করোনায় আক্রান্ত হওয়ার পর কার্লোস স্লিমের অসুস্থতার খবর এল। বিশ্বের যে কয়েকটি দেশ করোনায় সবচেয়ে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে; মেক্সিকো সেগুলোর একটি। মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১৭ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু ছাড়িয়েছে দেড় লাখ।
সোমবার এক টুইট বার্তায় কার্লোস স্লিমের ছেলে কার্লোস স্লিম ডোমিট টুইটারে লিখেছেন, এক সপ্তাহের বেশি সময় ধরে করোনার মৃদু উপসর্গ দেখা দেয়ার পরও তার বাবা বর্তমানে খুবই ভালো আছেন। টুইট বার্তায় বলেছেন, মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য কার্লোস স্লিমকে মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনে নেয়া হয়েছে।
লাতিন আমেরিকার শীর্ষ এই ধনকুবের ও তার পরিবার মেক্সিকোর বৃহত্তম টেলিকম সেবাপ্রদানকারী সংস্থা আমেরিকা মোভিলের নিয়ন্ত্রক। ফোর্বস ম্যাগাজিনের ২০২০ সালের তথ্য বলছে, কার্লোস স্লিমের এই কোম্পানির মূলধন বর্তমানে ৫২ বিলিয়ন মার্কিন ডলার।
গত বছরে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর মহামারির ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে মেক্সিকো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মেক্সিকো প্রতিনিধি উইল গ্রান্ট বলেছেন, রাজধানী মেক্সিকো সিটির বেশিরভাগ হাসপাতাল করোনা রোগীর অতিরিক্ত চাপে চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবে সম্প্রতি দেশটিতে সংক্রমণের হার কিছুটা কমতে শুরু করেছে।
দেশটির প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর আগামী দুই মাসের মধ্যে রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক-৫ এর ২ কোটি ৪০ লাখ ডোজ মেক্সিকোতে পৌঁছাবে বলে ঘোষণা দিয়েছেন। এই ভ্যাকসিন কেনার জন্য ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে মেক্সিকো।
এসএস