মারা গেছেন নাভালনির রুশ চিকিৎসক

গত বছর আগস্টে বিষপ্রয়োগের পর মস্কোর স্থানীয় একটি হাসপাতলে ভর্তি হওয়া রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে যিনি চিকিৎসাসেবা দিয়েছিলেন সেই রুশ চিকিৎসক ড. সের্গেই ম্যাক্সিমিশিন মারা গেছেন।
মস্কোর ওমেস্ক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ওই হাসপাতালের কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ সম্পর্কে বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানিচ্ছি যে আমাদের হাসপাতলের উপপ্রধান চিকিৎসক ডা. সের্গেই ম্যাক্সিমিশিন আর আমাদের মাঝে নেই। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’
কীভাবে তার মৃত্যু হলো এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু না বললেও ওমেস্ক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণেই মৃত্যু হয়েছে তার। এ বিষয়ে এর বেশি কিছু আর বলেননি তিনি।
গত বছর ২০ আগস্ট একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন ৪৪ বছর বয়সী নাভলনি। বিমানবন্দর থেকে তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল ওমেস্ক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ওই হাসপাতালে।
অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় জানায় যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজন্টে নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
নাভালনি ও তার সমর্থকদের অভিযোগ, রুশ সরকার বিশেষ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তাকে রাসায়নিক বিষ প্রয়োগে মারার চেষ্টা করা হয়। অবশ্য ক্রেমলিন ওই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। পুতিন বলেছেন, যদি রুশ এজেন্টরা তাকে হত্যা করতেই চাইতে, তবে ‘তারা অবশ্যই তাদের কাজ শেষ করত।’
বার্লিনের একটি হাসপাতালে দীর্ঘদিনের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন নাভালনি। তার স্বাস্থ্যও প্রায় আগের অবস্থায় ফিরে আসে। এরপর ১৭ জানুয়ারি দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দর থেকে সস্ত্রীক আটক হন নাভালনি। এরপর তাকে দুর্নীতি মামলায় গ্রেফতার দেখানো হয়।
এসএমডব্লিউ