রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা মজনু

Dhaka Post Desk

আদালত প্রতিবেদক

২৪ মে ২০২৩, ০৭:০০ পিএম


রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা মজনু

ছবি : সংগৃহীত

নাশকতার অভিযোগে ২০২২ সালে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ মে) একদিনের রিমান্ড শেষে মজনুকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহীন মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন। 

এর আগে গত ২২ মে মজনুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রোববার (২১ মে) মধ্যরাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।

এনআর/এসকেডি

Link copied