ট্রাকচালক সুজন হত্যা
সাদেক খানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
রোববার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রহমান এ রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে তার উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।
আরও পড়ুন
এর আগে শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাদেক খানকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধে হয়ে মারা যান সুজন। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম একটি হত্যা মামলা করেন।
এনআর/এসএসএইচ