পুলিশ পাহারায় স্বজনকে চিঠি দিলেন সাবেক প্রতিমন্ত্রী এনামুর

এবার পুলিশ পাহারায় ঢাকার আদালতে স্বজনকে চিঠি দিয়েছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে।
আদালত সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে এনামুরসহ চারজনকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রহরায় হাজতখানা থেকে তাদের ৯টা ৩২ মিনিটে এজলাসে তোলা হয়। এসময় এনামুর তার বাম পকেট থেকে সাদা কাগজের একটি চিঠি বের করে এক ব্যক্তির হাতে দেন। জিজ্ঞেস করা হলে ওই ব্যক্তি নিজেকে এনামুরের ভাই বলে পরিচয় দেন। পরে ডা. এনামকে নেওয়া হয় সাভার মডেল থানার ৭ মামলার শুনানিতে। অপর তিনজনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
প্রথমে ৬ মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় এনামুরের ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
আরও পড়ুন
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয় সাভার ও আশুলিয়া এলাকায়। আশুলিয়ায় ৪১ জন এবং সাভারে ২১ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনা ঘটেছে তার নির্বাচনী এলাকায়। এ আসামির ছত্রছায়ায় এ ঘটনা ঘটেছে। তিনি ধনাঢ্য ব্যক্তি। টাকা দিয়ে এসব অপকর্ম করিয়েছেন। লাশ গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়েছে। তার দায়ভার তাকেই নিতে হবে।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তারা বলেন, আমরাও চাই মামলার তদন্ত ঠিকভাবে হোক। বয়স বিবেচনায় তার রিমান্ড বাতিলের আবেদন করছি। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।
এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পুলিশের পেছনে দাঁড়িয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এ ঘটনা ঘটিয়েছে। আহতদের চিকিৎসাও করতে দেয়নি।
এসময় ডা. এনাম বলেন, এটা মিথ্যা কথা। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছি। আমি নিজে গেছি। জুলাই থেকে অক্টোবর চার মাসে গুলিবিদ্ধ ২৯০ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। ওষুধ, খাবার, অপারেশন করিয়েছি। জরুরি বিভাগ থেকে আহত ৫৭৬ জনকে চিকিৎসা সেবা দিয়েছি। সব রেকর্ডে আছে। রানা প্লাজার ভবন ধসের সময় সাড়ে পাঁচ হাজার শ্রমিককে চিকিৎসা দিয়েছি। এনাম মেডিকেল মানবিক হাসপাতাল। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
সম্প্রতি আদালত প্রাঙ্গণে সাবেক দুই মন্ত্রী দীপু মনি ও জুনাইদ আহমেদ পলকের চিঠি লেনদেনের বিষয়টি গণমাধ্যমে আসে। এরপর থেকে আদালতে আসামিদের আনা হলে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়। চিঠি লেনদেনসহ স্বজনদের সঙ্গে কথা বলা ও আইনজীবীদের সঙ্গে ফাইল আদান-প্রদানের ক্ষেত্রে পুলিশ সদস্যদের সতর্ক করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিতেও দেখা যায়।
এনআর/এসএসএইচ