জুলাই গণহত্যা
সাবেক সহকারী কমিশনার রাজন কুমারকে কারাগারে পাঠানোর নির্দেশ

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় হত্যা-গণহত্যার অভিযোগে দায়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চোয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রামপুরা এলাকায় হত্যা-গণহত্যা চালানোর ঘটনায় ট্রাইব্যুনালের মামলায় আজই রাজন কুমার সাহাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিকেলে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এমএইচডি/এসএম