রূপনগরে ব্যবসায়ী হত্যা : আসামি সাঈদ কারাগারে

রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় কাঁচামাল ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আবু সাঈদ মোড়লকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) আদালতের রূপনগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে ৭ জুন আসামি আবু সাঈদ মোড়ল গ্রেপ্তার হন। পরদিন ৮ জুন আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ জুন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক হোসেন আলী। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
আরও পড়ুন
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহ আলম পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। গত ২০ মার্চ ঘটনার দিন তিনি রূপনগর থানাধীন মিল্কভিটার দক্ষিণ পার্শ্বে ফুটপাতে তরমুজ বিক্রি করছিলেন। গ্রেপ্তার আসামিসহ এজাহারনামীয় বাকি আসামিরা ওইদিন শাহ আলমের এক বন্ধু রায়হানের সাথে কথা কাটাকাটি করতে থাকেন। একপর্যায়ে রায়হানকে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়ার সময় ভিকটিম শাহ আলম গ্রেপ্তার আসামিসহ অন্যান্য আসামিদের বাধা দেন। এতে সকল আসামি ক্ষিপ্ত হয়ে শাহ আলমকে চারিদিক থেকে ঘিরে ধরে এলোপাতাড়িভাবে মারপিট করে। গুরুতর জখম হলে তাকে হাসপাতালে নিলে সেখানে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী লাবনী আক্তার ২০ মার্চ রূপনগর থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এনআর/এমএ