পৌর নির্বাচনে স্বতন্ত্র এক প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ

ঝালকাঠির নলসিটি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী কে এম মাসুদকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে করা এক রিট আবেদন শুনানিতে নিয়ে বুধবার (১৩) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন- ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তার সঙ্গে ছিলেন আইনজীবী আক্তার রসুল (মুরাদ) ও নুসরাত ইয়াসমিন।
গত ৩ জানুয়ারি স্বতন্ত্র মেয়রপ্রার্থী কে এম মাসুদের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এ আদেশের বিরুদ্ধে জেলা নির্বাচন কমিশনে আপিল করেন মাসুদ। পরে ৭ জানুয়ারি এটি বাতিলের আদেশ বহাল রাখা হয়।
সেই মনোনয়নপত্র বাতিলের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কে এম মাসুদ।
নলসিটি পৌরসভার সাবেক মেয়র কে এম মাসুদ স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে তৃতীয় ধাপে নলসিটিসহ ৬৪টিতে ভোটের কথা জানানো হয়।
নির্বাচন কমিশন এসব পৌরসভার ভোটের তারিখ ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ৩১ ডিসেম্বর, বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১০ জানুয়ারি।
এ বিষয়ে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, কমিশনের অনুমোদনের পর এই তফসিল দেওয়া হয়েছে। ৬৪টি পৌরসভার সবগুলোতেই ব্যালট পেপারে হবে ভোট হবে।
এমএইচডি/এফআর